স্পন্দন ফাউন্ডেশনের এ বারের থিম ‘শক্তি স্বয়ং সক্ষম।’
২০১৩ সালে যাত্রা শুরু। সেই থেকে প্রত্যেক বছরেই একটা না একটা কোনও থিম ধরে পুজো করছে পওয়াই-মুম্বইয়ের স্পন্দন ফাউন্ডেশন। তবে সব থিমই কল্যাণমূলক সামাজিক উদ্দেশ্য নিয়ে। প্রথম বার বিষয় ছিল— 'নারী শক্তি-দুগ্গা আমার (Empowering Women)'। পরের বছর 'যুবা শক্তি-নব শক্তি'। ২০১৫ সালে 'শিকড়ের সন্ধানে (Re-discovering Roots)'। 'জনক-জননী উৎসব (Celebrating our Elders)' থিম হয়েছিল ২০১৬ সালে। আর গত বছর বিষয় ছিল 'অমৃতস্য পুত্রা (Caring for Orphan Kids)'। মাতৃ-বন্দনার উৎসবকে সত্যিকারের আনন্দউৎসবে পরিণত করেছে স্পন্দন!
এ বারেও, সামাজিক কল্যাণের ভাবনাতেই গড়ে উঠছে স্পন্দন পওয়াই শারদোৎসব! এ বছরের থিম— 'Realize the Power Within বা শক্তি স্বয়ং সক্ষম'।
এ বারের পুজো মেতে উঠবে সেই সব মানুষদের নিয়ে, যাঁরা 'অসাধারণ'! নিজেদের শারীরিক কোন অক্ষমতা যাঁদের জীবনের পথে এগিয়ে যেতে কোনও ভাবে আটকাতে পারে নি! যাঁরা এই সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে— লক্ষ্য স্থির থাকলে, অঙ্গীকার দৃঢ় থাকলে, কোনও বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
আরও পড়ুন: বলির সময় পাঁঠাটি ছুটে চলে এল সামনে দাঁড়ানো রামদুলাল দে-র কাছে
এঁদের সঙ্গে নিয়ে, এঁদের অঙ্গীকার-অনুপ্রেরণা-অধ্যবসায়-সাফল্যের উজ্জ্বলতা বহু মানুষের সঙ্গে ভাগ করে নেবে স্পন্দন, এবং তার সঙ্গে অনুপ্রাণিত করবে নিজেদেরও!
সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্দন পাওয়াই শারদোৎসবে সব বছরেই একটা বড় আকর্ষণ। প্রতিবছরই, এই অনুষ্ঠানসূচি সাজিয়ে তোলা হয় সেই বছরের থিমের উপর ভিত্তি করে! এ বছরের পূজোর উদ্বোধন হবে স্বেচ্ছাসেবী সংস্থা 'উড়ান' এর অনুষ্ঠান দিয়ে। অনুষ্ঠানের কুশীলবেরা সবাই 'বিশেষ ভাবে সক্ষম' (Differently able)! এ ছাড়াও এ বারের পুজোয় অনুষ্ঠান পরিবেশন করবে ভিক্টোরিয়া ব্লাইন্ড স্কুলের ছাত্র-ছাত্রীরা!
আরও পড়ুন: সন্ধিপুজোয় এক মণ চালের নৈবেদ্য
সর্বজনীন ভোগ প্রসাদ বিতরণ তো থাকছেই। সপ্তমী থেকে নবমী, তিন দিন ধরে প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্ত এবং দর্শনার্থীর মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে বিনামূল্যে, প্রতি বছরের মতন এ বারেও!
ছবি : পুজো উদ্যোক্তাদের সৌজন্যে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy