Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Durga Puja Fashion

জার্সি বিদেশি, মনটা বাঙালি

সাতাশ বছর আগে নিউ জার্সির এক শহরে শুরু হয়েছিল গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন-এর পথ চলা৷

নিউ জার্সির পুজো।

নিউ জার্সির পুজো।

মৌমন মিত্র
নিউ জার্সি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৩:০০
Share: Save:

ফেলে আসা দেশ আর দেশের মাটিকে সব সময় সঙ্গে সঙ্গে রাখতে সাতাশ বছর আগে নিউ জার্সির এক শহরে শুরু হয়েছিল গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন-এর পথ চলা৷ তাদের পুজোয় এখনও একটা উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর গন্ধ পাওয়া যায়৷ শিউলিফুল হয়তো নেই৷ তাতে কী? তা আছে মনে মনে৷ আছে নিস্তব্ধ উজ্জ্বল শারদ ভোর৷ এই প্রকৃতিতেই পুরোদমে শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে যায় প্রতি বছর৷

প্রতিমা আসে কুমোরটুলি থেকেই৷ প্রতি পাঁচ বছরে এক বার বদল হয় প্রতিমা৷ পুরুতমশাই সংস্থারই সদস্য, গুরু চক্রবর্তী এবং প্রসূন চক্রবর্তী৷ কাঁসর-ঘণ্টা আর ঢাকের বাদ্যিতে নিখাদ বঙ্গ আবহাওয়ায় পেটপুজোর আয়োজনটিও বঙ্গীয়৷ মা দুগ্গার ভোগে বাঙালির আবেগকে সম্মান দিয়েই এই সাতসমুদ্র পারেও রাঙা আলু আর মিষ্টি কুমড়ো-সহযোগে লাবড়ার সঙ্গে আদুরে বেগুনি পাতে পড়ে৷ আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই৷

এ বারের সাস্কৃতিক আয়োজন একটু অন্য রকম৷ শুরুটাই হচ্ছে কচিকাঁচাদের দিয়ে৷ ছোটদের দেবীবন্দনা দিয়ে শুরু করার পরে থাকছে পার্থসারথি আর অনিন্দিতা মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনব নৃত্যনাটক ‘মগনলালের ডেরায়’৷ আসছেন জিৎ গঙ্গোপাধ্যায়, তাঁর লাইভ ব্যান্ড আর শুভশ্রী৷

চলছে খাওয়া-দাওয়া।

আরও পড়ুন: জ়ুরিখ ‘গড ম্যাটার’ নিয়ে হাজির হন পুরোহিতমশাই​

আরও পড়ুন: ছানাপোনা নিয়ে আসছেন ‘নতুন’ মা​

বিজয়ার দিন দেবজিৎ আর সোহিনী মুখোপাধ্যায়ের লাইভ গানের অনুষ্ঠান৷ চলছে শারদ মেলা বা ফল ফেয়ারও৷ পূজাবার্ষিকী, শাড়ি, গয়না, খাবারদাবার, কী নেই তাতে!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE