China

Covid 19: করোনাভাইরাস চিনের সামরিক গবেষণার ফল? ইঙ্গিত আমেরিকার প্রাক্তন সচিবের

একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে গোপনে চিনের সেনা সংক্রান্ত গবেষণার কাজ চলছিল।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১১:৫৯
Share:

চিনের সেনাবাহিনীর গবেষণার ফলেই উৎপত্তি হয়েছিল করোনা ভাইরাসের! আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয়োর সাম্প্রতিক মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

Advertisement

চিনের উহান গবেষণাগারে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আগেই চিনের উপর চাপ তৈরি করেছিল বিশ্বের অন্যান্য দেশগুলি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘চিনের ওই গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গোপনে চিনের সেনা সংক্রান্ত গবেষণাতেও যুক্ত ছিল।’’

পম্পেয়ো জানিয়েছেন, ‘‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চিনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চিন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল।’’

Advertisement

পম্পেয়োর সংযোজন, ‘‘কী গবেষণা চলছিল, তার বিশদ আজও জানায়নি চিন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ গবেষণাগারে প্রবেশ করতে চাইলে, তাদেরও অনুমতি দেয়নি চিন।’’

কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল এবং উৎপত্তির কারণ নিয়ে ক্রমশই চিনের উপর চাপ বাড়াচ্ছে বিশ্বের অন্য দেশগুলি। বিশ্বে করোনা অতিমারির আসল কারণ জানতে সমস্যার মূলে পৌঁছনোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement