Sanjay Dutt

বিবাহিত অভিনেত্রীকে বিয়ে করার জন্য উদ্‌গ্রীব সঞ্জয়! প্রকাশ্যে ছেলেবেলার ঘটনা

এক সময় এক বিবাহিতা অভিনেত্রীকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন অভিনেতা। তবে সেই সময় সঞ্জয় নিতান্তই খুদে। সেই অভিনেত্রীই ফাঁস করেছেন এ কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪
Share:
Image of Sanjay Dutt

কাকে বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত? ছবি: সংগৃহীত।

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দুনিয়ায় সঞ্জয় সত্ত। একাধিক প্রেম, বিচ্ছেদ, বিয়েতে নাম জড়িয়েছে তাঁর। তবে এক সময় এক বিবাহিতা অভিনেত্রীকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন অভিনেতা। সেই সময় সঞ্জয় নিতান্তই খুদে। সেই অভিনেত্রীই ফাঁস করেছেন এ কথা। তিনি সায়রা বানু।

Advertisement

এক জন্মদিনে প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, “সঞ্জয় চিরকালই আমার কাছে পরিবারের মতো। আমাদের বাড়ির সকলে ওকে একরত্তি থেকে পরিণত, অসাধারণ ব্যক্তি হয়ে উঠতে দেখেছি।”

সঞ্জয়ের মা, নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয়ও। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন, “চল, সায়রাজিকে বলো তুমি আমাকে কী বলো?” তার পর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেন “আমি সায়লা বানুকে বিয়ে করব।” পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন, “এত মিষ্টি! আমার মনে হয়, শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।”

Advertisement

সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সব সময় ভালবাসা ও শুভেচ্ছা রয়েছে সঞ্জয়ের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement