BGT 2024-25

বৃহস্পতিবার সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার স্মিথের! কেন?

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে নজর কেড়ে নিয়েছিলেন স্যাম কনস্টাস। জসপ্রীত বুমরাহের মতো বোলারকে অনায়াসে ‘র‌্যাম্প’ শট খেলে ছয় মেরেছিলেন। সেই শট দেখে সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল স্টিভ স্মিথের। কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০
Share:

শুক্রবার শতরানের পর স্টিভ স্মিথ। ছবি: পিটিআই।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে নজর কেড়ে নিয়েছিলেন স্যাম কনস্টাস। জসপ্রীত বুমরাহের মতো বোলারকে অনায়াসে ‘র‌্যাম্প’ শট খেলে ছয় মেরেছিলেন। সেই শট দেখে সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়ার ব্যাটার শুক্রবার ম্যাচের পর এ কথা জানিয়েছেন।

Advertisement

শুক্রবার শতরান করেছেন স্মিথ। পয়া মাঠ এমসিজি-তে আবার তিন অঙ্কের রান এসেছে তাঁর ব্যাটে। তবে বৃহস্পতিবার কনস্টাসের খেলা ইনিংসের প্রশংসা করেছেন তিনি। বলেছেন, “আমার মনে হয় কোনও কিছুতেই ও খুব একটা বিচলিত হয় না। গত কাল আমরা সেটা দেখেছি। বুমরাহকে ‘রিভার্স র‌্যাম্পে’ ছয় মেরেছে। আমার তো সাজঘরে বসেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। তবে যা করেছে ভালই করেছে।”

১৮ মাস রানের খরা চলার পর ভারতের বিরুদ্ধে পর পর দু’টি টেস্টে শতরান করলেন স্মিথ। মেলবোর্নে শতরান করে ছুঁয়ে ফেলেছেন সুনীল গাওস্করকে। তার পরে জানালেন, তাঁর ব্যাটে রান ছিল না ঠিকই। কিন্তু ফর্ম হারাননি কখনও।

Advertisement

স্মিথের কথায়, “কখনও কখনও ভাল খেললেও রান আসে না। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। বুঝতে পারছিলাম ভাল খেলছি। তবে রান না-পাওয়া মানেই ফর্ম হারানো, এটা ঠিক নয়।”

স্মিথ আরও বলেছেন, “নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। সে আপনি যা-ই করুন না কেন। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। তাই উত্থান-পতন থাকবে এটা জানি। নিজের প্রতি বিশ্বাস রাখলে সমস্যা হয় না। তা ছাড়া, এ ধরনের উইকেটে রান পেতে গেলে কিছুটা ভাগ্যেরও দরকার হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement