টিকটকে অ্যাকাউন্ট খুলল হু। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বিশ্ব জুড়ে ভয়াবহ ধারণ করেছে করোনাভাইরাস। চিন ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশেও থাবা বসিয়েছে সে। ভারতেও প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতির খবর আসছে। এই করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা প্রসারের কাজ ইতিমধ্যেই করে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সেই সচেতনতা প্রসারের অঙ্গ হিসাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সেই অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই চারটি ভিডিয়ো পোস্ট করেছে হু। প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে, হু-এর ইনফেকশন প্রিভেনশন গ্লোবাল ইউনিটের কো-অর্ডিনেটর বেনেদেত্তা অ্যালেগ্রাঞ্জিকে। সেখানে তিনি বলছেন, করোনাভাইরাস প্রতিরোধের বিভিন্ন উপায়ের কথা জানাচ্ছেন। ভাইরাস প্রতিরোধকারী মাস্ক কী ভাবে পরা উচিত সে ব্যাপারেও নেটাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।
দেখুন সেই ভিডিয়ো—
We are joining @tiktok to provide you with reliable and timely public health advice! Our first post: How to protect yourself from ##coronavirus ?
সারা বিশ্বে ৯০ হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার ১০০ জনের।
আরও পড়ুন: অজ্ঞাত বিপদের মুখে, মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আরও পড়ুন: চোখে ট্যাটু করিয়ে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারালেন ২৫ বছরের মডেল
When & how should masks be worn in order to protect against the new ##coronavirus ?