জঙ্গি, সন্ত্রাস দমনের প্রশ্নে আবার ভারতের পাশে দাঁড়াল আমেরিকা। নিজের ভূখণ্ডে ঘাঁটি গাড়া জঙ্গিদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের জন্য কড়া বার্তা দিল পাকিস্তানকে। হাফিজ সইদ সহ মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলল ইসলামাবাদকে। উরি হামলার পর জঙ্গি, সন্ত্রাস দমনের প্রশ্নে এই নিয়ে চতুর্থ বার ভারতেরই পক্ষ নিল আমেরিকা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘‘আমরা আগেও বলেছি, এখনও বলছি, নিজের ভূখণ্ডে জঙ্গি, সন্ত্রাসবাদীদের অবাধ ঘোরাফেরা বন্ধ করুক পাকিস্তান। পাক ভূখণ্ডে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হোক। কোনও জঙ্গি বা সন্ত্রাসবাদী সংগঠনকে পাক ভূখণ্ডে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। এর পাশাপাশি, আমরা যেটা আগেও বলেছি, এখনও বলছি, হাফিজ সইদ সহ মুম্বই হামলার চক্রীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিক পাকিস্তান।’’
পাকিস্তানের মাটিতে দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো কট্টর জঙ্গি হাফিজ সইদ দিনকয়েক আগেই ভারত-মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম চুক্তিকে ‘মুসলিম-বিদ্বেষী’ বলেছেন। বলেছেন, কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনকে পাশে টানা সম্ভব না হলে তিনি আমেরিকার সঙ্গে যাবতীয় সম্পর্কই চুকিয়ে দিতে বাধ্য করবেন পাকিস্তানকে। সেই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র কিরবি বলেন, ‘‘আমি কোনও জঙ্গি, সন্ত্রাসবাদীর কোনও মন্তব্যের জবাব দিয়ে তাকে জাতে তুলতে চাই না। বরং আমরা চাই, তারা যেন পাকিস্তানের মাটিতে অবাধে ঘোরাফেরা না করতে পারে। আমেরিকা অনেক দিন আগেই হাফিজ সইদকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করেছে। তার হাতে গড়া ‘লস্কর-ই-তইবা’কেও সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। আমরা চাই, মুম্বই হামলার সব চক্রীর বিরুদ্ধেই যেন দ্রুত আইনি ব্যবস্থা নেয় ইসলামাবাদ।
আরও পড়ুন- সন্ত্রাসের সব রাস্তা খুলে দিন, কাশ্মীর দখল করে নেব: হুঙ্কার মাসুদের