Fake Notes

জাল নোটের চক্র ফাঁস, ঝাড়খণ্ডের এক বাসিন্দা-সহ দুই যুবককে সমশেরগঞ্জ থেকে গ্রেফতার করল পুলিশ

শুক্রবার রাতে মালদহের দিক থেকে জাল নোটগুলি নিয়ে দুই যুবক ঝাড়খণ্ডের সীমানা পথে পালাচ্ছিলেন। তখনই নতুন ডাকবাংলো জাতীয় সড়ক এলাকার কাছে ধরা পড়ে যান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সমশেরগঞ্জ শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২১:১৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রায় এক লক্ষ টাকার জাল নোট সমেত ধরা পড়লেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা-সহ দু’জন। শুক্রবার রাতে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। লক্ষাধিক টাকার জাল নোটও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মণ্ডল বলে জানিয়েছে পুলিশ। বৈদ্যনাথ মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা হলেও আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি এলাকায়। শুক্রবার রাতে সমশেরগঞ্জের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নতুন ডাকবাংলো এলাকা থেকে তাঁদের গ্রেফতার করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকার নকল নোট। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে ৫০০ টাকার জাল নোটের একাধিক বান্ডিলে মোট এক লক্ষ টাকা ছিল। দুই যুবককে গ্রেফতার করার পাশাপাশি সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মালদহের দিক থেকে জাল নোটগুলি নিয়ে দুই যুবক ঝাড়খণ্ডের সীমানার পথে পালাচ্ছিলেন। তখনই ধরা পড়ে যান তাঁরা। জাল নোট কারবারের এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত। আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে জাল নোট-সহ ঝাড়খণ্ডের বাসিন্দা যুবক গ্রেফতার হওয়ার ঘটনাটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

শনিবারই ধৃতদের জঙ্গিপুরের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘রুটিন তল্লাশির সময় দুই ব্যক্তির কাছ থেকে জাল নোটগুলি উদ্ধার হয়। ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement