Parrot

Crime: মালিককে গুলি করে খুন, ভরা আদালতে সাক্ষী দিল পোষা তোতা! ধরা পড়ল খুনি

আদালতে সাক্ষী হিসেবে আনা হয় মৃত ব্যক্তির পোযা তোতাকে। নাম তার ‘বাড’।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৩:৪৬
Share:
০১ ১৮

এক প্রৌঢ়কে গুলি করে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর স্ত্রী। সাক্ষী দিল মৃতের পোষা তোতা! তার সাক্ষীর ভিত্তিতেই বিচারকরা ২০১৫ সালের খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হল ৪৯ বছর বয়সি গ্লেনা ডুরামকে।

ছবি: সংগৃহীত।

০২ ১৮

২০১৫ সালের মে মাসে আমেরিকার ডেট্রয়েটে খুন হন ৪৬ বছর বয়সি মার্টিন ডুরাম নামে এক ব্যক্তি। খুব কাছ থেকে পাঁচটি গুলি করা হয় তাঁকে।

প্রতীকী চিত্র।

Advertisement
০৩ ১৮

মৃত্যু হয় মার্টিন ডুরামের। অন্য দিকে তাঁর স্ত্রী গ্লেনা ডুরাম মাথায় আঘাত পান।

ছবি: সংগৃহীত।

০৪ ১৮

মামলা ওঠে আদালতে। কে খুন করল মার্টিন ডুরামকে? মার্টিনের প্রাক্তন স্ত্রী ক্রিস্টিনার দাবি, প্রাক্তন স্বামীকে খুন করেছেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী গ্লেনা। তার পর নিজেকে আঘাত করে মামলা ঘোরাতে চেয়েছেন। কিন্তু তার প্রমাণ কী?

ছবি: সংগৃহীত।

০৫ ১৮

আদালতে সাক্ষী হিসেবে আনা হয় মৃত মার্টিনের পোষা তোতাটিকে। নাম তার ‘বাড’।

প্রতীকী চিত্র।

০৬ ১৮

মার্টিনের প্রাক্তন স্ত্রীর অভিযোগ, গুলি চালানোর সময় সামনেই ছিল তোতাটি। মার্টিনকে গুলি চালানোর সময় ছটফট করে ওঠে সে।

প্রতীকী চিত্র।

০৭ ১৮

তোতাটিকে সদ্য কথা বলা শিখিয়েছিলেন মার্টিন। মালিকের দিকে তাঁর মালকিন বন্দুক তাক করতেই না কি বাধা দেয় সে। বলে ওঠে ‘মেরো না’। তার গলার শব্দ ছিল ঠিক মার্টিনের মতোই।

ছবি: সংগৃহীত।

০৮ ১৮

প্রাক্তন স্বামীর মৃত্যুর পরে ক্রিস্টিনা ওই পাখিটিকে নিয়ে যান। কারণ, মার্টিনের পর তোতাটি সবচেয়ে বেশি চিনত তাঁকেই।

ছবি: সংগৃহীত।

০৯ ১৮

ভরা আদালতে পাখির সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু একটা পাখির সাক্ষ্যের ভিত্তিতে কি কাউকে অপরাধী করা যায়? বাদী এবং বিবাদী পক্ষের মধ্যে শুরু হয় আইনি তরজা।

প্রতীকী চিত্র।

১০ ১৮

দীর্ঘ সওয়াল-জবাব চলে। প্রথমে আদালত জানিয়ে দেয় একটা তোতার সাক্ষ্য নিয়ে কাউকে অপরাধী করা যায় না। অগত্যা মামলা খারিজ হয়।

প্রতীকী চিত্র।

১১ ১৮

কিন্তু আবার আদালতে ওঠে মামলা। আদালতে বলতে ওঠেন ক্রিস্টিনা। মার্টিনের মৃত্যুর পর তোতাটি ছিল তাঁর কাছে। সে নাকি মাঝে মধ্যেই বলে ওঠে ‘ফা...ডোন্ট শুট’ (গুলি কোরো না)।

প্রতীকী চিত্র।

১২ ১৮

ক্রিস্টিনার দাবি, তাঁদের পোষ্য ‘বাড’-এর মনে থেকে গিয়েছে সে দিন তার মালিককে খুনের ঘটনা। তাই সে হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে বলে, ‘গুলি কোরো না’।

প্রতীকী চিত্র।

১৩ ১৮

দীর্ঘ সওয়াল জবাবের পর স্বামীকে খুনের অপরাধে গ্লেনাকে দোষী সাব্যস্ত করে আদালত।

ছবি: সংগৃহীত।

১৪ ১৮

মার্টিনের পোষ্যটি আফ্রিকার গ্রে প্যারট (আফ্রিকার ধুসর প্রজাতির তোতা)।

প্রতীকী চিত্র।

১৫ ১৮

বহু গবেষকের দাবি, আফ্রিকার এই বিশেষ প্রজাতির পাখি, ২০০টির বেশি শব্দ মনে রাখতে পারে। এরা বেশ বুদ্ধিমান।

প্রতীকী চিত্র।

১৬ ১৮

‘বাড’ সেই আফ্রিকান প্রজাতির তোতা, যার স্মৃতিশক্তি বেশ ভাল। তাই মালিকের গলায় তার ডেকে ওঠা ‘ফা... ডোন্ট শুট’ শব্দবন্ধই হয়ে উঠল এই বিচার প্রক্রিয়ার সাক্ষী।

প্রতীকী চিত্র।

১৭ ১৮

কিছু দিনের মধ্যেই স্বামী খুনে দোষী সাব্যস্ত হওয়া গ্লেনা ডুরামের সাজা ঘোষণা করবে আদালত।

ছবি: সংগৃহীত।

১৮ ১৮

খুনের মামলায় সাক্ষী দিচ্ছে পাখি, গল্প-উপন্যাসে এমন বহু কাহিনি পাওয়া যায়। বাস্তবেও এমন ঘটনা পাওয়া গিয়েছে। তাতে নতুন সংযুক্তি এই আফ্রিকান গ্রে প্যারটের সাক্ষ্যদান।

প্রতীকী চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement