কী নিয়ে লড়াই করছে এই দুই সিগাল?

সেই ছবি নিয়েই এখন মেতেছে নেটদুনিয়া।

Advertisement

‌সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৯
Share:

দুই সিগালের লড়াই। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার জেনিফার লেই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লা জোলা চিলড্রেনস পুলে গিয়েছিলেন তিনি। সেখানে বাচ্চা সিলের বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু সেখানে সিলের পাশাপাশি তাঁর চোখের সামনে আরও যা ঘটেছে তা ক্যামেরাবন্দি করেছেন তিনি। সেই ছবি নিয়েই এখন মেতেছে নেটদুনিয়া।

Advertisement

ক্যালিফোর্নিয়ার সমুদ্রের ধারে গিয়ে জেনিফার দেখেন দু’টি পূর্ণবয়স্ক সিগাল নিজেদের মধ্যে মারামারি করছে। বিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তু নিয়ে লড়াই করছেন তাঁরা। সেই ছবিই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। ‌সেখানে দেখা যাচ্ছে, একটি ডিলডো নিয়ে লড়াই করছে তারা।

এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে হাসি ঠাট্টার পাশাপাশি, প্ল্যাস্টিক দূষণের বিষয়টি নিয়েও শুরু হয়েছে আলোচনা। জেনিফার সে দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘লড়াইয়ের বস্তুটি সবার সামনে না দেখানোর মতো হলেও, প্ল্যাটিক দূষণ কী ভয়ানক পর্যায়ে পৌঁছেছে তা দেখিয়ে দিচ্ছে এই ছবি।’’

Advertisement

আরও পড়ুন: মাইকেল জ্যাকসন ‘বেঁচে’! তিনি এখন রেসলার

আরও পড়ুন: সমকামী শিক্ষকদের ইস্তফা, প্রতিবাদে এগিয়ে এলেন পড়ুয়ারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement