রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।—ছবি এপি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবিধান সংশোধনে সমর্থন জানিয়ে বুধবার পদত্যাগ করল দেশের পুরো মন্ত্রিসভা। ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘‘প্রেসিডেন্ট এক তাৎপর্যপূর্ণ সংস্কারের দিকে এগোচ্ছেন। তাঁকে সমর্থন জানাতেই আমাদের এই পদক্ষেপ।’’ নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অর্থমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
বুধবার রুশ পার্লামেন্টে প্রেসিডেন্ট পুতিন জানান, দেশের সংবিধানের আমূল পরিবর্তন প্রয়োজন। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা প্রেসিডেন্ট নয়, পার্লামেন্টের হাতে থাকা উচিত।’’ কূটনীতিকদের ধারণা, ২০২৪-এ মেয়াদ শেষ হয়ে গেলে আরও বেশি ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর গদি দখল করতে চান পুতিন। তাই এই ‘সংস্কার’।