Vijay Hazare Tournament

অনুষ্টুপের অপরাজিত ৯৯ রান, হার্দিক-ক্রুণালের বরোদাকে সহজেই হারাল বাংলা

বিজয় হজারে ট্রফিতে দ্বিতীয় ম্যাচ জিতল বাংলা। শক্তিশালী বরোদাকে সহজেই হারাল তারা। বাংলার জয়ের নায়ক অনুষ্টুপ মজুমদার। রান তাড়া করতে নেমে ৯৯ রান করে অপরাজিত থাকলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪
Share:

অনুষ্টুপ মজুমদার (বাঁ দিকে) ও সুদীপ চট্টোপাধ্যায়। বাংলাকে জিতিয়েছেন অনুষ্টুপ। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফিতে জয়ের ধারা বজায় রেখেছে বাংলা। প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচও জেতেছে তারা। মাঝে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। শনিবার হায়দরাবাদের মাঠে হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্যের শক্তিশালী বরোদাকে সহজে হারিয়েছে তারা। বাংলার জয়ের নায়ক অনুষ্টুপ মজুমদার। রান তাড়া করতে নেমে ৯৯ রান করে অপরাজিত থেকেছেন তিনি।

Advertisement

প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বরোদা। শুরুটা ভাল করেন শাশ্বত রাওয়াত। ৯৫ রান করেন তিনি। এক দিকে তিনি টিকে থাকলেও অন্য দিকে উইকেট পড়ছিল। চার নম্বরে নেমে হার্দিক দু’বল খেলে এক রান করে আউট হন। প্রদীপ্ত প্রামাণিক আউট করেন তাঁকে। দলের অধিনায়ক ক্রুণালও মাত্র তিন রান করেন।

আট নম্বরে নামা ভানু পানিয়ার সঙ্গে জুটি বাঁধেন শাশ্বত। তারাই দলের রান আড়াশ পার করান। ৯৫ রানের মাথায় শাশ্বত রান আউট হন। ভানু করেন ৪২ রান। তাঁরা আউট হওয়ার পর পুরো ৫০ ওভার খেলতে পারেনি বরোদা। ৪৮.৫ ওভারে ২২৮ রানে অল আউট হয় তারা। বাংলার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন সায়ন ঘোষ ও প্রদীপ্ত। মুকেশ কুমার নেন দু’টি উইকেট।

Advertisement

জবাবে বাংলার শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রথম ম্যাচের নায়ক অভিষেক পোড়েল মাত্র এক রানে আউট হন। অধিনায়ক সুদীপ ঘরামি করেন ১৭ রান। দুই অভিজ্ঞ ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায় ও অনুষ্টুপ জুটি বাঁধেন। কিন্তু ৩২ রান করে রান আউট হন সূদীপ। ৭১ রানে তিন উইকেট পড়ে যায় বাংলার।

সেখান থেকে দলকে টানেন অনুষ্টুপ ও সুমন্ত গুপ্ত। দু’জনে দলকে জয়ে নিয়ে যান। আর উইকেট নিতে পারেননি বরোদার বোলারেরা। লক্ষ্য খুব বেশি না হওয়ায় অনুষ্টুপ নিজের অভিজ্ঞতা কাজে লাগান। তাঁকে সঙ্গ দেন সুমন্ত। শতরানের সুযোগ ছিল অনুষ্টুপের। কিন্তু এক রান আর করতে পারেননি তিনি। ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাঁকে। ৬৯ রানে অপরাজিত থাকেন সুমন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement