COVID-19

Covid-19: কোভিড-১৯ সংক্রমণে আরও পাঁচ লক্ষ মৃত্যু হতে পারে ইউরোপে, সতর্কবার্তা দিল হু

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লক্ষ) ছাড়িয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১৭:৪২
Share:

ফের করোনা সংক্রমণ ছড়াচ্ছে ইউরোপে। ছবি: সংগৃহীত।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ইউরোপে আরও অন্তত ৫ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। বৃহস্পতিবার এমনই আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

হু-র ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেছেন, ‘‘ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধেক মিলিয়ন (৫ লক্ষ) বেড়ে যেতে পারে।’’ প্রসঙ্গত, হু-এর ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশ। এর মধ্যে দু’টি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত নয়। রাশিয়া এবং তুরস্ক।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লক্ষ) ছাড়িয়েছিল। হান্স জানান, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এ সব না-ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে হু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement