জ্যাক মা। ফাইল চিত্র।
নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মালেও বিদ্যুৎগতিতে উত্থান হয়েছিল তাঁর। হয়েছিলেন চিনের অন্যতম ধনী ব্যক্তিও। আলিবাবার প্রতিষ্ঠাতা সেই জ্যাক মা’কেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চিনে তিনি নেই, এই বিষয়ে নিশ্চিত সকলেই। তবে তিনি আছেন কোথায়? তাঁর একদা ঘনিষ্ঠদের একাংশের দাবি, জাপানে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জ্যাক মা।
জ্যাক মা ২০১৯ সালেই নিজের সংস্থা থেকে অবসরগ্রহণ করেছিলেন। সে সময় চিনের সরকারি ব্যাঙ্কের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে আসছিল। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছিল ব্যাঙ্কগুলি। ২০২০ সালে সরকারি ব্যাঙ্কগুলির ‘বন্ধকি মানসিকতা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জ্যাক মা। এই বিরোধের জল গড়ায় আরও অনেক দূর। চিন সরকার জ্যাক মার বিরুদ্ধে ‘একচেটিয়া কারবার বিরোধী আইন’ ভঙ্গ করার অভিযোগ তোলে। সে সময়েই জ্যাক মা জানিয়েছিলেন, কর্মক্ষেত্রে নয়, সমুদ্রের ধারেই মারা যেতে চান তিনি। চিন সরকারের শিল্পনীতির কড়া সমালোচনা শোনা গিয়েছিল তাঁর মুখে।
আমেরিকার একটি সংবাদপত্রের তরফে এক সময় দাবি করা হয়েছিল যে, আমেরিকা এবং ইজরায়েলে ঘাঁটি গেড়েছেন জ্যাক মা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, পরিবারের সঙ্গে জাপানে রয়েছেন চিনের এই শিল্পপতি। সেখানে অনাড়ম্বর জীবনযাপন করেন তিনি। তবে সে দেশের বিভিন্ন শিল্প প্রদর্শনীতে নিয়মিত ভাবে দেখা যায় ‘আলিবাবা’র প্রতিষ্ঠাতাকে।