কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত।
কাঞ্চন মল্লিকের ঘরে দীপাবলিতে লক্ষ্মী এসেছে। কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। এ দিকে বিনোদন দুনিয়া বলছে, বিধায়ক-অভিনেতার নাকি ভৌতিক যোগ চলছে! কী রকম? দীপাবলিতে মুক্তি পেয়েছে তাঁর হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ৩’। সে ছবি ব্লকবাস্টার। দু’সপ্তাহ পরেও রমরমিয়ে চলছে। ভূত চতুর্দশীতে মুক্তি পেয়েছে সিরিজ় ‘নিকষ ছায়া’। সেই সিরিজ়ও হিট।
কাঞ্চন মল্লিক। ছবি: সংগৃহীত।
মানসী সিংহ। ছবি: সংগৃহীত।
সে সব মিটতেই তাঁর তৃতীয় ছবির খবর। এটিও ভৌতিক! নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। অর্থাৎ, তিন বার ভূতের ছবিতে তিনি। সিরিজ়ে তিনি দুষ্টু তান্ত্রিক। হিন্দি ছবিতে অভিশপ্ত রাজপরিবারের দেহরক্ষী। তৃতীয় বার কী? খবর, এ বার কাঞ্চন স্বয়ং ভূত।
খরাজ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
আরিয়ান ভৌমিক। ছবি: সংগৃহীত।
খবর, গা ছমছমে ভয় আর মজার মিশেলে নতুন বছরে আসছে বিদিশা চট্টোপাধ্যায়ের এই ছবি। সেখানেই কাঞ্চন অশরীরীর ভূমিকায়। কাঞ্চন ছাড়াও ছবিতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, মানসী সিংহ, আরিয়ান ভৌমিক-সহ মঞ্চের এক ঝাঁক অভিনেতা। ছবির কাহিনি-চিত্রনাট্য-সংলাপ রুমকি চট্টোপাধ্যায়ের। এই ছবি দিয়ে মঞ্চ ও বড় পর্দাকে এক সুতোয় গাঁথাতে চেষ্টা করছেন পরিচালক, এমনটাই তাঁর দাবি।