Sujit Bose

পাহাড়ে জরুরি ভিত্তিতে অগ্নি নির্বাপক কেন্দ্র! জানালেন দমকলমন্ত্রী

পাহাড়ের একাধিক জায়গায় অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস। বিশেষ করে দার্জিলিঙের সুখিয়াপোখড়ি ও কালিম্পঙের গরুবাথানে খুব দ্রুত দমকল কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানালেন মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৩
Share:

দমকল মন্ত্রী সুজিত বোস। —ফাইল চিত্র।

পাহাড়ের একাধিক জায়গায় অগ্নি নির্বাপক কেন্দ্র গড়ে তোলার কথা জানালেন দমকল মন্ত্রী সুজিত বোস। বিশেষ করে দার্জিলিঙের সুখিয়াপোখড়ি ও কালিম্পঙের গরুবাথানে খুব দ্রুত দমকল কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানালেন মন্ত্রী।

Advertisement

সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দফতরের বিভিন্ন পদস্থ আধিকারিক ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন সুজিত। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, ‘‘মিটিংয়ে বিভিন্ন আধিকারিক-সহ বিভিন্ন মিল মালিকেরা ছিলেন। কয়েক কয়েকটি ফায়ার স্টেশন খুব দ্রুত গড়ে তোলা হবে। তার মধ্যে রয়েছে দার্জিলিংয়ের সুখিয়াপোখড়ি , কালিম্পঙের গরুবাথান। তা ছাড়াও তাগদা, ঝালং, সোনাদা, বানারহাট, ইটাহার-সহ একাধিক জায়গায় ফায়ার স্টেশন তৈরি হবে। শুধুমাত্র ফায়ার স্টেশন নয়, পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই আমাদের ৭৫টি গাড়ি তৈরি হয়ে যাবে। অনেক সময় অনুমতির ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় যেতে হত। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তা এখন থেকে অনলাইনেই হবে। অনুমতির ছাড়পত্র নিতে আর কলকাতায় যেতে হবে না। বিশেষ করে পাঁচ হাজার বর্গফুটের মধ্যে যারা ব্যবসা করছেন, তাদের অনলাইন থেকেই সবটা মিলবে৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement