Fishermen Rescued

আরব সাগরে ভারতীয় সাত মৎস্যজীবীকে অপহরণ পাক বাহিনীর, ধাওয়া করে উদ্ধার উপকূলরক্ষীদের!

বিকেল সাড়ে ৩টে নাগাদ ‘নো-ফিশিং জ়োন’ (এনএফজ়েড) এর কাছে ভারতীয় জলসীমা থেকে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা কাল ভৈরব এবং তাঁর মাঝিদের আটক করেছিল পাক বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২৩:৩৩
Share:

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে উদ্ধার হওয়া মৎস্যজীবীরা। ছবি এক্স।

আরব সাগরে পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (এমএসএ)-র হাতে অপহৃত সাত ভারতীয় মৎস্যজীবীকে দু’ঘণ্টা ধাওয়া করে বাঁচাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় ‘তটরক্ষক’দের চাপের মুখে অপহৃত ধীবরদের ছেড়ে দিতে বাধ্য হয় পাক বাহিনী।

Advertisement

রবিবার বিকেলে এই ঘটনা ঘটেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। সে দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ‘নো-ফিশিং জ়োন’ (এনএফজ়েড) এর কাছে ভারতীয় জলসীমা থেকে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা কাল ভৈরব এবং তাঁর মাঝিদের আটক করেছিল পাক বাহিনী।

আটক হওয়ার আগে এক মৎস্যজীবী রেডিয়ো মেসেজে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর টহলদারি জলযানকে সে কথা জানাতে পেরেছিলেন।খবর পেয়েই ওই পাকিস্তানি টহলদারি জাহাজকে ধাওয়া করে ধরে ফেলেন ভারতীয় উপকূলরক্ষীরা। স্পষ্ট ভাষায় জানান, কোনও অবস্থাতেই ভারতীয় জলসীমা থেকে আট ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে যাওয়া চলবে না। চাপের মুখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় পাক এমএসএ। মুক্তি দেয় আটক সাত জনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement