Kim Jong Un

পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব, ফের হুঙ্কার কিম জং উনের

আগামী দিনে আরও উন্নত মানের পরমাণু অস্ত্র নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ১২:০৩
Share:

কিম জং উন।

কিম জং উন এক কথার মানুষ। পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, আশা করি সেটা বজায় রেখে চলবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক সম্পর্কে মঙ্গলবার এ কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই হুঙ্কার ছুড়লেন কিম। জানিয়ে দিলেন, আমেরিকা তাদের শত্রুমনোভাবপন্ন নীতি থেকে সরে না এলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন তাঁরা। শুধু তাই নয়, আগামী দিনে আরও উন্নত মানের পরমাণু অস্ত্র নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

দু’দেশের বৈঠকের পর উত্তেজনার পারদ কিছুটা নেমেছিল। গোটা বিশ্বকে চমকে দিয়ে কিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, কিমের এই হুঁশিয়ারিতে ফের মাথাচাড়া দিতে শুরু করবে সেই উত্তেজনা।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে এই বছর আমেরিকার সঙ্গে কিমের বার তিনেক বৈঠক হয়। তবে উত্তর কোরিয়া অভিযোগ তুলেছে, তারা সহযোগিতার হাত বাড়ালেও ডোনাল্ড ট্রাম্পের দেশ তাতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। এ প্রসঙ্গে কিম বলেন, “আমেরিকা যদি তাঁদের অবস্থান থেকে সরে না আসে তা হলে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া হবে।” আমেরিকাকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “আলোচনার জন্য সব সময়ই দরজা খোলা।”

Advertisement

আরও পড়ুন: রাজ্যকে এড়াতে অনলাইনে সিএএ, ভাবনা মোদী সরকারের

উত্তর কোরিয়ার উপর থেকে এখনও নিষেধাজ্ঞা তোলেনি আমেরিকা। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তারা। আর তাতেই বেজায় চটেছেন কিম। এ প্রসঙ্গে কিমের হুঁশিয়ারি, “শুধু আমরাই প্রতিশ্রুতি রক্ষা করে যাব এটা হতে পারে না। আমেরিকা যদি আমাদের উপর ‘দাদাগিরি’ করতে চায় তা বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাব।” তাঁর এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে আমেরিকাও। মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন, “আশা করছি হিংসার পথ ছেড়ে শান্তির রাস্তাকেই বেছে নেবেন কিম।”

আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন কিম। একের পর এক ক্ষেপণাস্ত্র উত্‌ক্ষেপণ, পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছিল উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলে এ নিয়ে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছিল। তবে দু’দেশই আলোচনার টেবিলে বসতে আগ্রহ দেখানোয় সেই উত্তেজনায় কিছুটা ভাটা পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement