পথ খুলছে এভারেস্টের

প্রাক্-বর্ষা পর্বতারোহণ মরসুম শুরু হয়েছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে সাফল্যের পতাকা ওড়াতে পা বাড়াচ্ছে দেশ-বিদেশের অসংখ্য অভিযাত্রী দল। সংশয় ছিল, ভূমিকম্পের পর কেমন আছে এভারেস্টের যাত্রাপথ।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০৩:০১
Share:

প্রাক্-বর্ষা পর্বতারোহণ মরসুম শুরু হয়েছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে সাফল্যের পতাকা ওড়াতে পা বাড়াচ্ছে দেশ-বিদেশের অসংখ্য অভিযাত্রী দল। সংশয় ছিল, ভূমিকম্পের পর কেমন আছে এভারেস্টের যাত্রাপথ। গত বছর এপ্রিলে নেপালের ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় এভারেস্ট বেসক্যাম্প।

Advertisement

নেপাল পর্বতারোহণ সংগঠনের তরফে আং শেরিং শেরপা শনিবার জানালেন, নতুন করে যাত্রাপথ তৈরির কাজ শুরু হয়েছে। ভূমিকম্পের জেরে বরফের পথে অনেক বড় বড় ফাটল তৈরি হয়েছে। সে সব সারিয়ে পথ বানানোর চেষ্টা চালাচ্ছেন ‘আইসফল ডক্টরেরা’। এভারেস্ট বা অন্য আটহাজারি শৃঙ্গগুলির উপরের দিকে যাত্রাপথ তৈরি করেন যে শেরপারা, পাহাড়ি পরিভাষায় তাঁদের ‘আইসফল ডক্টর’ বলা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement