এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল স্বামীর। সেই নিয়ে দু’জনের ঝগড়া লেগেই থাকত। সেই ঝগড়ার জেরে স্ত্রী প্রতিমা দাসকে বঁটির কোপ মারার অভিযোগ উঠল স্বামী কানাই দাসের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলা গ্রামের ঘটনা। প্রতিমা বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। শনিবার বর্ধমান আদালতে হাজির করানো হয় তাঁকে।
অভিযোগ, কুমিরকোলার বাসিন্দা কানাইয়ের স্ত্রী প্রতিমার সঙ্গে এক যুবকের দীর্ঘ দিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা চলত। ওই দম্পতির দুই সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রতিমা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। দিন দশেক পর আবার বাড়িতে ফিরে আসেন তিনি। তার পর আবার ঝগড়া শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। অভিযোগ, সেই সময়েই কানাই তাঁর স্ত্রীর শরীরে এলোপাথাড়ি বঁটির কোপ মারেন। প্রতিমা লুটিয়ে পড়েন মাটিতে। ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায়।
রক্তাক্ত অবস্থায় আহত প্রতিমাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। শনিবার ভোরে অভিযুক্ত কানাইকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে পাঁচ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।