ছবি: সংগৃহীত।
মাকড়সা সাপের খাদ্য, নাকি সাপ মাকড়সার খাদ্য? প্রশ্নটা কি অনেকটা লালমোহনবাবুর ধাঁচের হয়ে গেল?
আরও পড়ুন
চিনা নেট দুনিয়ার আয়তন টক্কর দিচ্ছে ইউরোপকেও!
সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। কারণ, ভিডিওতে যে দৃশ্য ধরা পড়েছে তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। একটি আধ-ইঞ্চির মাকড়সার কামড়ে ভবলীলা সাঙ্গ হচ্ছে একটি ফুট তিনেকের সাপের! ভাবছেন, মাত্র আধ-ইঞ্চির মাকড়সার এত ক্ষমতা! হ্যাঁ, এটি তো আর যে সে মাকড়সা নয়। বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার তালিকার এর স্থান একেবারে উপরের দিকে। নাম রেডব্যাক স্পাইডার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বেলজিয়ামে দেখা যায় এই বিষধর মাকড়সা। দেশ-দুনিয়ার বহু মানুষ অবাক হয়ে দেখছেন রেডব্যাক স্পাইডার কী ভাবে শিকার করছে তার থেকে কয়েকশো গুণ বড় একটি সাপের! দেখে নেওয়া যাক ভিডিওয় ‘মাকড়সার মহাকীর্তি’!
দেখুন ভিডিও: