গত দু’বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম আলি খান। ছবি: সংগৃহীত।
বড় হয়ে গিয়েছেন ছেলেমেয়েরা। তারকা বাবা-মায়ের সন্তানেরা এখন বলিউডে ছবিশিকারিদের নজরে। তাঁদের কেউ কেউ ইতিমধ্যেই বড় পর্দায় মুখ দেখিয়েছেন, কারও জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। কিন্তু তারকা-সন্তানদের প্রায় সকলের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সম্পর্কে জানতে আগ্রহী মানুষ।
সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পটৌডিকে নিয়েও উৎসাহের অন্ত নেই নেটপাড়ায়। মা, দিদির সঙ্গে বেড়াতে যাওয়া হোক বা বাবার পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপন বা নতুন প্রেমের উন্মেষ— সবই ইব্রাহিমের সমাজমাধ্যম অনুসরণকারীদের কাছে খুবই আকর্ষণীয়। গত দু’বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এ বার তাঁদের একত্রে ছুটি কাটানোর বিষয়টিও প্রায় এক প্রকার নিশ্চিত করে ফেললেন নেটাগরিকেরা। সৌজন্যে সেই সমাজমাধ্যম।
শুক্রবার রাতে ইব্রাহিম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন ৯টি ছবি। কোথায় গিয়েছেন, তা নিয়ে একটি শব্দও ব্যয় করেননি। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসর্টের দৃশ্য, কোনওটিতে খানাপিনা, কোনও ছবিতে তিনি নির্নিমেষ তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনও সাঁতারপুলে। বুঝতে অসুবিধা হয় না ইব্রাহিম মলদ্বীপের ছবি ভাগ করেছেন। শেষ দু’টি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পিছনে কে? তাঁর মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। অনেকেই বলছেন, ওঁরা একত্রে ছুটি কাটাচ্ছেন।
কারণ, পলকও প্রায় একই সময় ভাগ করে নিয়েছেন তাঁর মলদ্বীপ ভ্রমণের ছবি। ৮টি ছবি ভাগ করে পলক লিখেছেন ‘আমার মলদ্বীপ স্বর্গ’। ফলে দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি অনুসরণকারীদের। এমনকি পলকের জলক্রীড়ার ছবিতে এক যুবকের হাতের অংশও দেখা যাচ্ছে, যা থেকে অনুমান করা হচ্ছে ওটি ইব্রাহিমেরই হাত।
তবে এই প্রথম নয়, ২০২২ সাল থেকেই এই দুই তারকা-সন্তানকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তাঁরা একসঙ্গে পার্টিতেও ধরা দিয়েছেন ছবিশিকারিদের ক্যামেরায়। কিন্তু কখনওই প্রকাশ্যে স্বীকার করেননি সম্পর্কের কথা। বরং গুঞ্জন উড়িয়ে দেওয়ার চেষ্টাই করে গিয়েছেন। এ বার তাঁদের ছবির প্রেক্ষাপটের মিল দেখে উৎসাহী নেটাগরিকেরা বলতে শুরু করেছেন, যুগলে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন, এ বার আর ফাঁকি দেওয়া যাবে না।