Vladimir Putin

Vladimir Putin: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এই প্রথম বার বিদেশ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এই প্রথম বার বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৪:০৬
Share:

ফাইল চিত্র।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম বার বিদেশ সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তাজিকিস্তান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেখান থেকে যাবেন তুর্কমেনিস্তানে।

Advertisement

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন,কাস্পিয়ান সাগর দেশগুলির সঙ্গে এক সম্মেলনে যোগ দেবেন পুতিন। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের। এর আগে শেষ বার চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে বিদেশ সফরে গিয়েছিলেন পুতিন। সে সময় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে বেজিং গিয়েছিলেন তিনি।

Advertisement

অন্য দিকে, নভেম্বর মাসে ইন্দোনেশিয়ায় জি-২০ শীর্ষক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন পুতিন। তবে তিনি সশরীরে সেখানে হাজির হবেন না কি অনলাইনে যোগ দেবেন, তা স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement