Viral Video

নিজের অনুগামীদের ঠকালেন এই সুন্দরী, দেখুন কী ভাবে

আমেরিকার এক ইউটিউবার বালিতে নিজের ছুটি কাটানোর ছবি পোস্ট করে ঠকালেন তাঁর ভক্তদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৭
Share:

ইউটিউবার নাতালিয়া টেলর। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়া। বিলাসবহুল জীবন কাটানোর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। সেই ছবি দেখতে অনুগামীদের ভিড়। ইনস্টাগ্রাম বা ইউটিউবাররা এই কাজ প্রায়শই করে থাকেন। কিন্তু আমেরিকার এক ইউটিউবার বালিতে নিজের ছুটি কাটানোর ছবি পোস্ট করে ঠকালেন তাঁর ভক্তদের।

Advertisement

মার্কিন ইউটিউবার নাতালিয়া টেলর। ৭ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘রানি বালিতে পৌঁছেছেন।’’ স্বাভাবিক ভাবেই বালিতে নাতালিয়ার ছুটি কাটানোর মুহূর্ত দেখতে তাঁর অ্যাকাউন্টে নেমেছিল ভক্তদের ঢল।

দেখুন বালিতে ছুটি কাটানোর সেই ছবি—

Advertisement

The queen has arrived 🌊💖 #bali

A post shared by Natalia Taylor (@natalia__taylor) on

Where should I travel to next? ✨🌙 Comment below and maybe I will ;)

A post shared by Natalia Taylor (@natalia__taylor) on

আরও পড়ুন: মস্তিষ্কে অস্ত্রোপচার চলাকালীন বেহালা বাজালেন ইনি!

কিন্তু নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিয়ো আপলোড করেছেন। সেই ভিডিয়ো থেকে জানা যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বালি নয়। ওই ছবিগুলি তোলা হয়েছিল আমেরিকারই একটি আকিয়া স্টোরে। দেখুন সেই ভিডিয়ো—

যদিও মিথ্যা বলার জন্যও ট্রোলড হননি তিনি। বরং গোটা বিষয়টিকে এ ভাবে উপস্থাপন করার জন্য তাঁর হাস্যরসের প্রশংসা করেছেন নেটাগরিকরা।

আরও পড়ুন: শিশুমন থেকে যুদ্ধের ভয় তাড়াতে ‘বিমান-বোমা খেলছেন’ বাবা-মেয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement