Viral

Viral: স্বপ্নে মৃত স্বামী এসে সঙ্গমে বাধা দিচ্ছেন! প্রতিকার চাইছেন তরুণী

তরুণী জানিয়েছেন, তিনি স্বপ্নে তাঁর মৃত স্বামীকে দেখতে পান। তাও আবার এমন সময় যখন তিনি স্বপ্নেই অন্য কারও সঙ্গে সঙ্গমে ব্যস্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১১:২০
Share:

প্রতীকী চিত্র

স্বামীর মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। কিন্তু এখনও তিনি আসেন। শুধু তাই নয়, এসে তাঁর স্ত্রীকে সঙ্গমে বাধা দেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, বাস্তবে নয়, বরং সবটাই হয় স্বপ্নে। অর্থাৎ স্বপ্নে ওই তরুণীকে অন্য কারও সঙ্গে সঙ্গমে বাধা দেন তাঁরই মৃত স্বামী

Advertisement

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণী তাঁর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমার স্বামী বছর খানেক আগে মারা গিয়েছেন। আমরা একে অপরকে খুব ভালবাসতাম। স্বামীর মৃত্যুর পরে প্রথম কয়েক মাস অন্য কারও সঙ্গে আমি সম্পর্কে জড়ায়নি। তবে সম্প্রতি আমার মনে হয়েছে জীবনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেটা করতে গিয়েই হয়েছে সমস্যা।’’

তরুণী জানিয়েছেন, তিনি স্বপ্নে তাঁর মৃত স্বামীকে দেখতে পান। তাও আবার এমন সময় যখন তিনি স্বপ্নেই অন্য কারও সঙ্গে সঙ্গমে ব্যস্ত। তরুণী বলেন, ‘‘কোনও সুপুরুষের সঙ্গে পরিচয় হলে, সময় কাটালে রাতে স্বপ্নে অনেক সময় তাঁকে দেখতে পাই। স্বপ্নের মধ্যেই আমরা সঙ্গম করি। কিন্তু ঠিক তখনই আমি দেখতে পাই আমার স্বামী পাশে দাঁড়িয়ে। তিনি আমাদের দেখছেন। তখনই আমার স্বপ্ন ভেঙে যায়। নিজের প্রতি ঘৃণা হয়। দিনের পর দিন এই ঘটনা আমরা সঙ্গে ঘটছে।’’

Advertisement

সম্প্রতি মনোবিদের সঙ্গেও দেখা করেছেন তরুণী। তিনি জানিয়েছেন, তাঁর স্বামীর চিতাভস্ম এখনও তাঁর কাছে রয়েছে। গত বছর কোভিডের কারণে চিতাভস্ম ভাসিয়ে দিতে পারেননি তিনি। মনোবিদ তাঁকে জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব চিতাভস্ম ভাসিয়ে দিতে। সেই সঙ্গে মৃত স্বামীর কথা বেশি না ভেবে অন্য কাজে তাঁকে মন দেওয়ারও পরামর্শ দিয়েছেন মনোবিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement