সেন্ট পিটার্সবার্গে ভেঙে পড়ল স্টেডিয়াম। ছবি- এপি।
চলছিল পুরনো স্টে়ডিয়ামের পুনর্নির্মাণের কাজ। সেই কাজ চলার সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ। ধ্বংসস্তূপে আটকে পড়ে মৃত্যু হল কর্মরত এক শ্রমিকের। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্পোটর্স অ্যান্ড কনসার্ট কমপ্লেক্সে। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
সেন্ট পিটার্সবার্গের ওই স্টেডিয়াম চালু হয়েছিল ১৯৮০তে। ২০২৩তে আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে রাশিয়াতে। সে জন্যই ওই স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ চলছিল। সেই অবস্থাতেই শুক্রবার ভেঙে পড়ে ওই স্টেডিয়ামের ছাদ। যার জেরে মৃত্যু হয় এক নির্মাণ কর্মীর। তাঁর নাম এম কুচেরভ (২৯)।
দুর্ঘটনা নিয়ে রাশিয়ার আপদকালীন মন্ত্রীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কাঠামো দুর্বল হওয়াতেই ভেঙে পড়েছে ছাদ ও দেওয়াল। সে সময় চার জন কাজ করছিল। কুচেরভের সেফটি কেবল ছিঁড়ে যাওয়াতেই ধ্বংসস্তূপে আটকে পড়েন তিনি। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়।’’
আরও পড়ুন: করোনায় আক্রান্ত সন্দেহে ৬ জনকে আটকে দিল চিন, ফিরলেন ৩২৪ ভারতীয়
ভেঙে পড়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যে ভাবে ভেঙে পড়েছে স্টেডিয়ামের ছাদ। তা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: গাঁজা সংক্রান্ত মামলায় অভিযুক্ত আদালতের মধ্যেই ধরালেন জয়েন্ট!