Train

আসছে ট্রেন, রেললাইনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন মহিলা! তার পর...

রেললাইনে পড়ে জ্ঞান হারান তিনি। এ দিকে ট্রেন তখন প্রায় এসে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১০:৫৪
Share:

আসছে ট্রেন, রেললাইনে পড়ে রয়েছেন মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেন আসছে। প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন যাত্রীরা। বাড়ছে ভিড়, ধাক্কাধাক্কি। ভিড়ের মধ্যে সহযাত্রীর ধাক্কায় টাল সামলাতে না পেরে রেললাইনে পড়ে গেলেন এক মহিলা। রেললাইনে পড়ে জ্ঞান হারান তিনি। এ দিকে ট্রেন তখন প্রায় এসে গিয়েছে। প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে ট্রেন। তা দেখে কেউ রেললাইনে নেমে মহিলাকে উদ্ধারের সাহসও করছেন না কেউ।

Advertisement

ততক্ষণে ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মের একেবারে কাছে। উপায় না দেখে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা চালককে হাত দেখিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। আপত্কালীন ব্রেক কষেন চালক। মহিলার দেহ থেকে কয়েক হাত দূরে থামে ট্রেন। তার পর প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা উদ্ধার করেন ওই মহিলাকে।

সম্প্রতি এই ঘটনায় ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আইরসের একটি স্টেশনে। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: হারিয়ে যাওয়া গাঁজা খুঁজে পেতে বারবার ফোন পুলিশকে! তার পর...

আরও পড়ুন: টাকা গুনতে নামিয়েছিল বন্দুক, তা নিজের দিকে তাক করতেই ছুট দিল চোর! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement