রেললাইনে পড়ে মহিলা। ছবি: টুইটার থেকে নেওয়া।
ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তায় চলাফেরা করা কতটা বিপজ্জনক, তা দেখাতে শিউরে ওঠার মতো এক ভিডিয়ো পোস্ট করল মাদ্রিদ মেট্রো কর্তৃপক্ষ। ফোনে মগ্ন এক মহিলা বুঝতেই পারেননি তিনি যাচ্ছেন কোথায়। সোজা রেল লাইনে পড়ে যান আর সেই সময় এগিয়ে আসছিল একটি ট্রেন। এই ভিডিয়ো প্রকাশ করে সবাইকে সতর্ক করছে মাদ্রিদ মেট্রো।
মাদ্রিদের মেট্রো রেলের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে ৪১ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হয়েছে। দেখা যাচ্ছে, একটি প্ল্যাটফর্মে অন্যদের সঙ্গে বেঞ্চে বসে ছিলেন এক মহিলা। ওই মেট্রো স্টেশনে উল্টো দিকের প্ল্যাটফর্মে একটি ট্রেন ঢুকছে। একটু পরেই মহিলার সামনের প্ল্যাটফর্মেও আর একটি ট্রেনকে ঢুকতে দেখা যাচ্ছে। তিনি ট্রেন প্ল্যাটফর্মে এসে থামার আগেই সে দিকে এগিয়ে যান। কিন্তু তাঁর নজর হাতে ধরা ফোনের দিকে।
মহিলা ফোনে চোখ রেখেই দ্রুত হাঁটতে হাঁটতে রেল লাইনের দিকে এগিয়ে যান। কখন তিনি প্ল্যাটফর্মের ধারে পৌঁছে যান বুঝতেই পারেননি। প্ল্যাটফর্ম পেরিয়ে আরও এক পা বাড়াতেই মেট্রোর লাইনে পড়ে যান। সেই সময় ট্রেন এগিয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে।সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ভিডিয়োটি এই পর্যন্তই প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: মায়ের জন্য ‘সঙ্গী’ খুঁজছেন যুবতী, দেখুন কী উত্তর পেলেন সোশ্যাল মিডিয়ায়
ভিডিয়ো দেখে বুঝতে পারা যাবে না, ওই মহিলা ট্রেনের তলায় চলে গিয়েছিলেন নাকি কোনও রকমে উদ্ধার পান। তবে মাদ্রিদ মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মহিলার সামান্য চোট ছাড়া ব়ড় কোনও অঘটন হয়নি।
আরও পড়ুন: কঠিন সমস্যার এমন সহজ সমাধান ভারতীয়রাই পারেন!
মাদ্রিদ মেট্রো কর্তৃপক্ষ সতর্ক করে আবেদন করেছে, ফোন নিয়ে এভাবে চলাফেরা করা মোটেই উচিত নয়। প্রত্যেকের সতর্ক থাকা উচিত। বিপদ যে কোনও দিক থেকে আসতে পারে।
দেখুন সেই ভিডিয়ো: