জ্যান্ত কেঁচো খাচ্ছেন ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। কিন্তু এর মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োকে ঘিরে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।
একটি ব্রিটিশ ট্যাবলয়েডের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন দেড় লক্ষেরও বেশি ইউজার। সেখানে দেখা যাচ্ছে, টি-শার্ট পরে রেস্তরাঁয় বসে রয়েছেন এক ব্যক্তি। তাঁর সামনে রাখা প্লেটে কিলবিল করছে কেঁচো। সেই জ্যান্ত কেঁচো চপস্টিকে তুলে খাচ্ছেন তিনি।
ওই ব্যক্তি ভিয়েতনামের হ্যানয়ের বাসিন্দা। সেখানকার রেস্তরাঁতেই কেঁচো খাচ্ছেন তিনি। তাঁর খাওয়া সেই পদের নাম ‘কোকোনাট ওয়ার্ম’। ওই ভিডিয়ো শেয়ার করে ব্রিটিশ ট্যাবলয়েডের টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছে, ‘প্লেটে নড়াচড়া করা এ রকম খাবার আপনি খেয়েছেন কখনও?’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: মাইকেল জ্যাকসন ‘বেঁচে’! তিনি এখন রেসলার
আরও পড়ুন: সমকামী শিক্ষকদের ইস্তফা, প্রতিবাদে এগিয়ে এলেন পড়ুয়ারা