বাচ্চা অ্যালিগেটরকে বিয়ার খাওয়াচ্ছেন অভিযুক্ত ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বাচ্চা অ্যালিগেটরের ঘাড় চেপে ধরে রয়েছেন এক ব্যক্তি। তার মুখে ভরে দিচ্ছেন নিজের হাত। হাতে কামড়ানোর জন্য অ্যালিগেটরটিকে বারবার প্ররোচিত করছেন ওই ব্যক্তি। তার পর দেখা গেল ওই ব্যক্তি বিয়ার খেলেন। আর হাঁ করে থাকা অ্যালিগেটরের মুখে ঢেলে দিলেন বিয়ার। বিয়ার মুখে যেতেই ঝাঁকিয়ে উঠল অ্যালিগেটরটি।
এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বেশ কয়েকদিন আগে। তার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন। সেই তদন্তের পরই টিমোথি কেপকে নামের যুবককে গ্রেফতার করে সেখানকার পুলিশ। তাঁর বয়স ২৭ বছর। তাঁকে সহযোগিতা করার অপরাধে ২২ বছরের নোয়া অসবোর্নকেও গ্রেফতার করা হয়েছে।
অ্যালিগেটরটিকে কোথা থেকে ধরেছিল কেপ, তা অবশ্য জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের সময় কেপ পুলিশকে জানিয়েছেন, অ্যালিগেটরটিকে জ্যান্ত অবস্থাতেই ছেড়ে দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বিকিয়ে গেল লাখ টাকার ‘পবিত্র’ জল ভর্তি জুতো!
আরও পড়ুন: জল থেকে উঠে এল একের পর এক ‘অ্যাভেঞ্জার্স’! চমকে গেল নেটদুনিয়া