— প্রতীকী চিত্র।
পূর্ব সিদ্ধান্ত মতোই আপাতত বাইরে আলু পাঠানো বন্ধ রাখার কথাই জানাল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকেই আলু ব্যবসায়ী প্রতিনিধিদের তা জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, এ দিনের বৈঠকে বাজারদর নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। শীতের আনাজের জোগান বাজারে আসতে থাকায় আগামী কিছু দিনের মধ্যে তার দর নিম্নগামী হবে বলে ধারণা করা হচ্ছে। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পেঁয়াজের দর কিছুটা নামছে। তবে নজরদারি জারি রাখার সিদ্ধান্ত হয়েছে। এই কাজে এনফোর্সমেন্ট বিভাগের সঙ্গে থানাগুলিকেও যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিয়মিত টাস্ক ফোর্সের সদস্যদের বাজারে ঘুরে পরিস্থিতি দেখতে বলা হয়েছে। রবীন্দ্রনাথ আরও জানান, আপাতত বাইরে আলু পাঠানো হবে না। পরে পরিস্থিতি তেমন হলে আইসিডিএস বা সরকারি অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় আলু কিনে দেবে সরকার।
সরকারি বিধি উড়িয়ে কেন আলু বাইরে পাঠানো হচ্ছে, বৃহস্পতিবার তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগেই বিধি ছিল, রাজ্যের চাহিদা মিটিয়ে তবে আলু বাইরের রাজ্যে পাঠাতে হবে। কিন্তু তা উড়িয়ে কিছু ব্যবসায়ী আলু-পেঁয়াজ সীমানা পার করাচ্ছেন। প্রতিদিনের আলুর মজুত কত রয়েছে, সেই তথ্যও তাঁদের দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন মমতা।