মৃত্যুর পর টি-ব্যাগ কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমার আপনার কাছে চা কেবলই একটি পানীয়। কিন্তু কারও কারও কাছে তা ভালবাসা। যেমন ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা টিনা ওয়াটসন। তাঁর জীবনের সেরা প্রেমটা ছিল চায়ের সঙ্গেই। রোজ প্রায় ৪০ কাপ চা খেতেন তিনি। তাঁর ইচ্ছা ছিল মৃত্যুর পরও তাঁর সঙ্গে জড়িয়ে থাকুক চা। সেই ইচ্ছাপূরণের জন্য টি-ব্যাগের মতো কফিনের মধ্যে সমাধি দেওয়া হল তাঁর দেহ।
বছর চারেক আগেই নিজের এই ইচ্ছার কথা মেয়েকে জানিয়েছিলেন টিনা। সম্প্রতি ৭৩ বছর বয়সে মারা যান তিনি। বাবার শেষ ইচ্ছা পূর্ণ করলেন মেয়ে। এ ব্যাপারে টিনা ওয়াটসনের মেয়ে জেবস ডোনোভান সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার হাস্যরসিক মা রোজ ৩০-৪০ কাপ চা খেতেন। চায়ের সঙ্গে ভালবাসা ছিল তাঁর। চার বছর আগে আমাকে শেষকৃত্যর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছাপূরণের সমস্ত চেষ্টা করেছি আমরা।’’
দেখুন সেই টি-ব্যাগ কফিনের ভিডিয়ো-
আরও পড়ুন: হ্যালুইন রাতের ঝড় সামনে আনল ১০১ বছর আগে ডুবে যাওয়া নৌকাকে!