ছাদ ছাদে টেনিস। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনা থাবাতে বেশ কাবু ইউরোপের বিভিন্ন দেশ। কোভিড-১৯-এর জেরে ইটালিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ১১৪। ১ লক্ষ ৮১ হাজার ২২৮ জন আক্রান্ত হয়েছেন সে দেশে। কঠিন সময়ে ঘরবন্দি থাকার মধ্যেই বাঁচার রসদ খুঁজে নিচ্ছেন কেউ কেউ। যেমন সম্প্রতি নিয়েছিলেন ইটালির লিগুরিয়া শহরের দুই মহিলা। নিজেদের ঘরবন্দি রেখে, দু’জনে নিজ নিজ বাড়ির ছাদ থেকে খেলছিলেন টেনিস। সেই ভিডিয়ো এখন ব্যাপক হারে ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে প্রশংসা করছেন প্রাক্তন টেনিস তারকারাও।
ভিডিয়োটি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে এটিপি ট্যুর। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৯০ লক্ষ বার।
ভিডিয়োতে নিজের বাড়ির ছাদে এক মহিলা। তার বাড়ির উল্টোদিকের বাড়ির ছাদে অপর মহিলা। দু’জনে নিজেদের বাড়ির ছাদ থেকে খেলছেন টেনিস। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: যেন সিনেমার দৃশ্য! ফাঁকা রাস্তায় ধাক্কা মেরে শূন্যে উড়ল গাড়ি
আরও পড়ুন: অতিমারির উৎস কি উহানের ল্যাব?