Viral Video

বাস থেকে ফেলে দেওয়া হল ‘শিশু’-কে! কিন্তু কেন?

বাকি পথচারীরাও জড়ো হয়ে গিয়েছে সেখানে। সবাই দেখছেন, কিন্তু কেউ কিছু বলছেন না।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ১২:০৩
Share:

বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে সেই ‘বাচ্চা’কে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

একটি ভিডিয়ো সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রায় ১ কোটি ৩০ লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেটি। দেখা যাচ্ছে, বাস থেকে একটা খেলনা ফেলে দিলেন বাসের চালক। তার পর এক ‘বাচ্চা’কে টেনেহিঁচড়ে নামিয়ে দিলেন বাস থেকে। বাচ্চাটির গায়ে জ্যাকেট, মুখ ঢাকা। বাচ্চাকে বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য এক মহিলা প্রতিবাদ করছেন। বাকি পথচারীরাও জড়ো হয়ে গিয়েছে সেখানে। সবাই দেখছেন, কিন্তু কেউ কিছু বলছেন না।

Advertisement

এই ঘটনা বুধবার ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কের জামাইকা অ্যাভিনিউতে। ‘বাচ্চা’টিকে বের করে দেওয়ায় পথচারীরাও বিচলিত। কিন্তু মুখের ঢাকা সরাতেই দেখা গেল, বাস থেকে বের করে দেওয়া ব্যক্তি শিশু নন। তিনি একজন পূর্ণ বয়স্ক। কিন্তু ডোয়ার্ফিজমে আক্রান্ত।

আসলে এই ঘটনা সত্যি সত্যিই ঘটেনি। আমেরিকার এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই বাস চালক প্রাঙ্কস্টার ও কমেডিয়ান ড্যানিয়েল জিন। একটি প্রাঙ্ক ভিডিয়ো বানানোর জন্যই এই কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: বাচ্চা নয়, মহিলার ‘বেবি বাম্প’ থেকে কী বেরলো জানেন?

আরও পড়ুন: হাসপাতালে বিয়ে করলেন এই যুগল! কেন জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement