এই মাস্ক পরে স্নান করলে ঠিক থাকবে মেক আপ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সৌন্দর্য বাড়াতে মেক আপের উপর ভরসা করেন অনেকেই। কিন্তু মেক আপ করা তো আর এক-দু’মিনিটের কাজ নয়। তাই মেকআপের করার পর তা যদি উঠে যায় তাহলে তো সাজের পুরোটাই মাটি। তাই মেক করেও যাতে স্নান বা বাথরুমের অন্যান্য কাজ করতে কোনও অসুবিধা না হয়, সে জন্য এক নতুন ধরনের মাস্কের প্রচলন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ার ফ্যাশন সংক্রান্ত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এই মাস্কের ছবি শেয়ার করা হয়েছে। দাবি করা হয়েছে, এই মাস্ক পরে স্নান করলে নষ্ট হবে না মেক আপ। মাস্কটিতে রয়েছে একটি স্ট্র্যাপ। সেটি কপালে বেঁধে নিতে হয়। তাতেই হয়ে যায় কাজ।
দেখুন এই মাস্ক ব্যবহার করে স্নান করলেও কী ভাবে অক্ষত থাকছে মেক আপ-
আরও পড়ুন: ব্যায়াম এড়াতে এই অলস বিড়ালের কীর্তি দেখলে চমকে যাবেন!
আরও পড়ুন: মাকড়সা খেয়ে নিল আস্ত পসামকে! ছবি দেখে বিস্মিত নেট দুনিয়া
A post shared by SHOWRSHIELD (@showrshield) on