Viral Video

গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাদের রাস্তা পার করায় এই কুকুর

সেই ভিডিয়ো ভাইরাল হতেই কুপাতাকে ভালবাসায় ভাসিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৮
Share:

বাচ্চাদের রাস্তা পার করতে সাহায্য করে কুপাতা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

নাম তার কুপাতা। জর্জিয়ার বাতুমির রাস্তায় ঘুরতে দেখা যায় তাকে। প্রতিদিন তাকে দেখা যায় বাতুমির রাস্তায় ‘ট্রাফিক সার্জেন’-এর ভুমিকা পালন করতে। সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ফেসবুকে আপলোড করা হয়েছে ‘দ্য ডোডো’ নামের একটি ফেসবুক পেজ থেকে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই কুপাতাকে ভালবাসায় ভাসিয়ে দিচ্ছেন নেটাগরিকরা। কারণ কুপাতা কোনও মানুষ নয়, সে একটি কুকুর।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জেব্রা ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছে এক দল খুদে। তারা রাস্তা পার হবে। তা দেখে কুপাতা চলে এল রাস্তার মাঝখানে। এসে চিৎকার করে থামাতে লাগল রাস্তা দিয়ে ছুটে চলা গাড়িগুলিকে। গাড়িগুলি থেমে যেতেই কুপাতার তত্ত্বাবধানে রাস্তা পার হল খুদেরা। যত ক্ষণ খুদেরা রাস্তা পার হল, তত ক্ষণ কুপাতা চেঁচিয়ে চেঁচিয়ে গাড়িগুলিকে চলতে নিষেধ করে গেল।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও গাড়ি তার বারণ শুনে না থামলে, তার পিছু পিছু গিয়ে ‘ধমক’ দিয়ে আসছে কুপাতা। তামতা ও তাঁর বয়ফ্রেন্ড বেকা থাকেন বাতুমিতেই। তাঁরা ও তাঁদের প্রতিবেশীরা মিলে যত্ন নেন কুপাতার। তামতা জানিয়েছেন, বাচ্চাদের রাস্তা পার করার কাজ রোজ করেন কুপাতা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: সুইমিং পুলে নামলে অন্তঃসত্ত্বা হতে পারেন! মহিলাদের সতর্ক করে বিপাকে ইন্দোনেশীয় অফিসার

আরও পড়ুন: ‘আমার সোনা ছেলে’, সারমেয়র প্রতি পঞ্জাবি মায়ের আদরে মজল নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement