Kate Middleton

জীবনে প্রথমবার সাপ হাতে নিয়ে কী বললেন ব্রিটেনের রাজবধূ?

জীবনে প্রথমবারের জন্য সাপ হাতে নিয়ে ব্রিটেনের রাজ পরিবারের পূত্রবধু গোপন করেননি নিজের উচ্ছ্বাস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৭
Share:

সাপ হাতে কেট। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন বুধবার গিয়েছিলেন নর্দান আয়ারল্যান্ডে। সেখানে তিনি আর্ক ওপেন ফার্মে গিয়ে হাতে তুলে নিয়েছিলেন একটি সাপ। জীবনে প্রথমবারের জন্য সাপ হাতে নিয়ে ব্রিটেনের রাজ পরিবারের পূত্রবধু গোপন করেননি নিজের উচ্ছ্বাস।

Advertisement

কেটের হাতে সাপ নেওয়ার সেই ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, স্নেক হ্যান্ডলার একটি হলুদ রঙের কর্ন সাপ নিয়ে এলেন তাঁর সামনে। এসে জিজ্ঞাসা করলেন, ‘‘আপনি কি এটাকে ছুঁতে চান?’’ কেটের সম্মতি পেয়েই তাঁর হাতে তুলে দিলেন সেই সাপ। সাপ হাতে নিয়ে কেট জানালেন, জীবনে প্রথমবার কোনও সাপকে হাতে নিলেন তিনি।

ফার্মের স্নেক হ্যান্ডলার সোফি রিঙ্গেলওর্থ ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে বলেছেন , ‘‘সাপটিকে বার করে আনার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু উনি বললেন সাপটিকে দেখতে চান। তার পর নিজেই হাতে নিলেন সেটি।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: যুবতীর জিন্স পরার ভিডিয়ো দেখা হল ৯০ লক্ষেরও বেশি বার

আরও পড়ুন: বিকিনি পরায় মলদ্বীপে আটক বিদেশি পর্যটক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement