Viral video

করোনার বিরুদ্ধে প্রচার, মহিলা-পুরুষ রেল কর্মীদের নাচের ভিডিয়ো শেয়ার

৩৪ সেকেন্ডের ভিডিয়োটিতে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের রেল বিভাগের কর্মীরা ইউনিফর্ম পরে এই নাচ রেকর্ড করেন। ভিডিয়োর শেষের দিকে ওই পাঁচ কর্মী ছাড়াও আরও অনেককে দেখা যায়।  

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ২০:৩৪
Share:

করোনা সচেতনতায় নাচ। ছবি: টুইটার থেকে নেওয়া।

বিশ্বের ৬০টিরও বেশি দেশে থাবা বসিয়েছে। প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ানোর চেষ্টা হচ্ছে সচেতনতাও। নানান মাধ্যমে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই উপায়। কী ভাবে এই ভাইরাস এড়াবেন, তা সম্প্রতি নাচের মাধ্যমে তুলে ধরলেন তাইল্যান্ডের রেল কর্মীরা।

Advertisement

একটি সংবাদ সংস্থার টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথম সারিতে চার জন মহিলা ও পিছনে দু’জন পুরুষ দাঁড়িয়ে নাচের মাধ্যমে বোঝাচ্ছেন, কী ভাবে সতর্কতা মেনে চলবেন। মুখোশ পরতে, ভাল করে হাত ধুতে বলছেন তাঁরা। সেই সঙ্গে তাঁরা দেখিয়েছেন, কী ভাবে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে কোনও ভাবেই না ছড়ায় ভাইরাস।

৩৪ সেকেন্ডের ভিডিয়োটিতে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের রেল বিভাগের কর্মীরা ইউনিফর্ম পরে এই নাচ রেকর্ড করেন। ভিডিয়োর শেষের দিকে ওই পাঁচ কর্মী ছাড়াও আরও অনেককে দেখা যায়। ভাইরাসের বিরুদ্ধে এই নাচ ভাইরাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োটি প্রচুর ভিউ পেয়েছে। সেই সঙ্গে সমানে পাচ্ছে লাইক ও শেয়ার।

Advertisement

আরও পড়ুন: নিজের প্রশংসা শুনে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী

আরও পড়ুন: শৃঙ্গ কেটে নিয়ে গেল দুষ্কৃতীরা, তিলে তিলে মরছে রক্তাক্ত গন্ডার

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement