Viral Video

অবতরণের সময় প্রবল ঝড়, দুলছে বিমান! দেখুন নাটকীয় মুহূর্তের ভিডিয়ো

বার স্টোবার্ট এয়ার ফ্লাইটের একটি বিমানকে দেখা গেল অবতরণের সময় ঝড়ের জেরে কী ভয়ঙ্করভাবে দুলছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬
Share:

ঝড়ের জেরে দুলছে বিমান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কিয়ারা ঝড়ের জেরে উত্তর-পশ্চিম ইউরোপে এই সপ্তাহে বাতিল হয়েছে প্রচুর ট্রেন ও বিমান। কিন্তু যে সব বিমান উড়েছে তাদের মোকাবিলা করতে হয়েছে ওই ভয়ঙ্কর ঝড়ের। কিয়ারা জেরে নিউ ইয়র্ক থেকে সবথেকে কম সময়ে লন্ডেনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। এ বার স্টোবার্ট এয়ার ফ্লাইটের একটি বিমানকে দেখা গেল অবতরণের সময় ঝড়ের জেরে কী ভয়ঙ্করভাবে দুলছে।

Advertisement

সেই ঘটনার ভিডিয়ো আপলোড করা হয়েছিল ইউটিউবে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তিন লক্ষেরও বেশি ইউজার।

স্টোবার্ট এয়ার ফ্লাইটের ওই বিমান অবতরণ করছিল বার্মিংহাম বিমানবন্দরে। সে সময় কিয়ারার প্রভাবে বাতাস বইছিল প্রবল বেগে। যার জেরে অবতরণের সময় বিমানটি দুই দিকে দুলতে থাকে। সেই দুলুনি এতটাই প্রবল ছিল যে কিছুতেই বিমানটি সোজা হয়ে মাটি ছুঁতে পারেনি।

Advertisement

আরও পড়ুন: জীবনে প্রথমবার সাপ হাতে নিয়ে কী বললেন ব্রিটেনের রাজবধূ?

বাধ্য হয়ে বেলফাস্ট থেকে আসা সেই বিমানের অবতরণের বাতিল করতে হয়। তার পর অবতরণের বদলে পাইলট ফের বিমানটি নিয়ে উড়ে যান আকাশে। দেখুন কিয়ারার জেরে কী অবস্থা হয়েছিল সে দিন—

আরও পড়ুন: স্পাইডারম্যানের পোশাক পরে নোংরা পরিষ্কার করেন ইনি! কেন জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement