Viral

সোশ্যাল মিডিয়ার চাপে হাড় জিরজিরে হাতি সরল শোভাযাত্রা থেকে

হাতিটির শারীরিক অবস্থা দে খে, এশীয় হাতি বিশেষজ্ঞ জয়ন্থ জয়বর্ধনে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “প্রাণীটি অপুষ্টিতে ভুগছে। মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে রয়েছে হাতিটি।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ১১:০৬
Share:

টিকিরিকে শোভাযাত্রায় নামানোর প্রস্তুতি চলছিল। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

হাড় জিরজিরে একটি হাতি। তাকেই সাজিয়ে প্যারেডে নামানোর প্রস্তুতি চলছে। এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা। শ্রীলঙ্কায় বৌদ্ধদের একটি শোভাযাত্রার জন্য ৭০ বছরের টিকিরি নামের স্ত্রী হাতিটিকে এমনভাবে সাজানো হয়েছিল, যাতে তার জীর্ণ শরীর দেখা না যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায়তার সাজ পোশাক ছাড়া কিছু ছবি প্রকাশ পেয়ে যায়।

Advertisement

যে বৌদ্ধ মন্দির এই শোভাযাত্রার আয়োজন করেছিল, তার অন্যতম কর্মকর্তা প্রদীপ নিলাঙ্গা ডেলা জানিয়েছেন, “টিকিরিকে শোভাযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে না। ওর শরীর ভাল নেই, চিকিত্সার কারণেই শোভাযাত্রায় নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

‘দ্য সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন’তাদের ফেসবুক পেজে টিকিরির ছবিগুলি পোস্ট করে। সেই ছবিই ভাইরাল হয়ে যায়। এরপরই নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, এই রকম একটি হাতিকে কীকরে এত পরিশ্রমের কাজ করানো হচ্ছে।

Advertisement

আরও পড়ুন : মন্দিরের পবিত্র জলে শরীর ধুয়ে প্রবল সমালোচিত বিদেশি যুগল

আরও পড়ুন : রাস্তায় উত্পাত করে বাড়ি ফিরল চিনা উটপাখি, ভাইরাল ভিডিয়ো

হাতিটির শারীরিক অবস্থা দে খে, এশীয় হাতি বিশেষজ্ঞ জয়ন্থ জয়বর্ধনে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “প্রাণীটি অপুষ্টিতে ভুগছে। মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে রয়েছে হাতিটি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement