Viral video

রাশিয়ার এই পাঁচ বছরের শিশুর আয় বছরে ১২৮ কোটি টাকা

ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছ’টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তায়ি ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভাল আচরণ সম্পর্কিত ভিডিয়ো আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলটির সাবক্রাইবারের সংখ্যা এখন চার কোটি ২৪ লাখের বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

টালাহাসি, আমেরিকা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৫১
Share:

আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। ছবি: ইনস্টগ্রাম থেকে নেওয়া।

পাঁচ বছরের এক শিশু বছরে ইউটিউব থেকে আয় করে প্রায় ১২৮ কোটি টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, সব থেকে বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় ঢুকে পড়েছে পাঁচ বছরের আনাস্তাসিয়া রাডজিনস্কায়া। আনাস্তাসিয়া, ইন্টারনেটে ন্যাস্তিয়া নামেও পরিচিত।

Advertisement

ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছ’টি ইউটিউব চ্যানেল চালায়। যেখানে ন্যাস্তায়ি ও তার বাবা মিলে বিভিন্ন গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভাল আচরণ সম্পর্কিত ভিডিয়ো আপলোড করে। ইউটিউবে ন্যাস্তিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলটির সাবক্রাইবারের সংখ্যা এখন চার কোটি ২৪ লাখের বেশি।

ফোর্বসের হিসেব অনুযায়ী, গত বছরছ’টি ইউটিউব চ্যানেল থেকে আয় হয়েছে এক কোটি ৮০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১২৮ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা)।

Advertisement

ন্যাস্তিয়ার জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়। গত বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা। তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যে বেশ কিছু বড় ব্র্যান্ড প্রচুর টাকার বিনিময়ে ন্যাস্তিয়ার সঙ্গে পার্টানশিপে কাজ করছে। এমনটাই দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।

ন্য়াস্তিয়ার ইউটিউব চ্যানেলের কয়েকটি ভিডিয়ো :

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement