Viral Video

লকডাউনে রাস্তায় ব্যক্তিকে তাড়া করছে গণ্ডার, ভিডিয়ো ভাইরাল

সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো একটি গণ্ডার তাড়া করছে পথচারীকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ১৪:০৪
Share:

গণ্ডার তাড়া খেয়ে ছুটছে ব্যক্তি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে সোমবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো একটি গণ্ডার তাড়া করছে পথচারীকে। ঘটনাটি সম্প্রতি ঘটেছে নেপালে।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১৫ এপ্রিল অবধি লকডাউন চলছে নেপালে। সেখানে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট বেশ ফাঁকা। এই ফাঁকা রাস্তাতেই ঘুরতে দেখা গিয়েছে গণ্ডারটিকে। নেপালের চিতওয়ান জাতীয় উদ্যান এলাকায় দেখা গিয়েছে সেই দৃশ্য। যদিও লকডাউন না চললেও ওই এলাকায় দেখা মেলে বিভিন্ন বন্য প্রাণীর।

পারভিনের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় ঘুরছে গণ্ডারটি। তাঁকে দেখে রাস্তার পাশে সরে গেলেন সেখানে উপস্থিতরা। কিন্তু এক ব্যক্তি গণ্ডারটিকে দেখতে না পেয়ে চলে আসেন তার কাছাকাছি। তখনই ওই ব্যক্তিকে তাড়া করে সেটি। দৌড়ে কোনও মতে গণ্ডারের হাত থেকে বাঁচেন তিনি। তার পর সেটিকে জঙ্গলের দিকে চলে যেতে দেখা যায়। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: ঘরবন্দি মানুষ, পার্কে বাচ্চাদের দোলনায় চড়ছে ভেড়ার পাল

আরও পড়ুন: কার্ফুর জন্য বন্ধ রোজগার, ঘর ভাড়া মেটাতে হন্যে হয়ে গ্রাহক খুঁজছেন যৌনকর্মীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement