Russia

দুরন্ত রিফ্লেক্স বিড়াল ছানাকে বাঁচিয়ে দিল গাড়ির চাপা থেকে! দেখুন কী ভাবে

গাড়ির চাকার পিষে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বিড়াল ছানাটি।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৯
Share:

গাড়ির তলায় চাপা পড়া থেকে বিড়াল বাচ্চাকে বাঁচালেন ওই ব্যক্তি।

রাস্তার ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। রাস্তা পারাপার করছেন পথচারীরা। হঠাৎ করে সেখানে চলে আসে একটি বিড়াল ছানা। এসে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির নীচে লুকিয়ে পড়ে সে।

Advertisement

সিগন্যাল হতেই স্টার্ট দেয় সেই গাড়ি। বিড়াল ছানাটি কিন্তু তখনও গাড়ির নীচেই রয়েছে। ওই গাড়ির পিছনে থাকা এক ব্যক্তি বিড়াল ছানাটির গতিবিধি লক্ষ্য করেছিলেন। গাড়িটি স্টার্ট দিতেই প্রায় ঝাঁপিয়ে পড়ে বের করে আনেন ছানাটিকে। গাড়ির চাকার পিষে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বিড়াল ছানাটি। তার পর তিনি রাস্তা পার করে নিরাপদ স্থানে রেখে দেন ছানাটিকে।

সম্প্রতি এই ঘটনায় ঘটেছে রাশিয়ার সারগাটস্কোয়ে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। প্রচুর ইউজার ওই ব্যক্তির রিফ্লেক্সের প্রশংসা করেছেন। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: শিল্পপতিদের ‘আকৃষ্ট’ করতে বেলি ডান্স! পাক চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: নখ কাটতে ভয়, তাই অজ্ঞানের অভিনয়! সারমেয়র কীর্তি দেখে হেসে লুটোপুটি নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement