এই পাইথনটিই লুকিয়ে ছিল গাড়ির ইঞ্জিনে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়ি নিয়ে যাচ্ছিলেন আমেরিকার মিশিগানের এক পুলিশ অফিসার। গাড়ি চালাতে চালাতে তিনি বুঝতে পারেন ইঞ্জিনে কিছু একটা সমস্যা হচ্ছে। গাড়ি থামিয়ে তিনি ইঞ্জিনের হুড খোলেন। তা খোলার পরই পুলিশ অফিসারের মাথায় হাত। তিনি দেখেন গাড়ির ইঞ্জিনের ভিতর ঘাপটি মেরে রয়েছে বিশালাকার একটি পাইথন।
অবশ্য বিশালাকার পাইথন দেখে অবশ্য ভয় পাননি ওই পুলিশ অফিসার। হাতে গ্লাভস পরে কৌশলে বের করে আনেন পাইথনটিকে। তার পর একটি বাক্সে বন্দি করে ফেলেন তাকে। ওই অফিসারের সহকর্মীই গোটা ঘটনার ভিডিয়ো করেন। তার পর সেই ভিডিয়ো সম্প্রতি পোস্ট করা হয়, শেলবি টাউনশিপ পুলিশের ফেসবুক পেজ থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেটি।
সেই পোস্ট করে, পুলিশের তরফে লেখা হয়েছে, ‘রায়ান ও হ্যামলিন এলাকার কেউ নিজেদের পোষ্য পাইথন হারিয়েছেন?’ এই ভিডিয়ো দেখে সাহসিকতার জন্য ওই পুলিশ অফিসারের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: পাউরুটির প্যাকেট থেকে বেরিয়ে আসছে ইঁদুর! তার পর...
আরও পড়ুন: বন্ধু হুইলচেয়ারে, তবু খেলা থেমে নেই, ছাত্রদের পরিণতিবোধে মুগ্ধ নেট দুনিয়া!