Building

আগুন থেকে বাঁচতে ১৯ তলা থেকে ‘স্পাইডারম্যানের’ মতো নেমে এলেন যুবক!

স্পাইডারম্যানের ভঙ্গিতে তাঁর নীচে নামার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ১২:৩৮
Share:

১৯ তলা থেকে নামছেন যুবক। ছবি টুইটার ভিডিয়োর অংশ।

বিল্ডিংয়ে আগুন লেগেছে। আগুনের করাল গ্রাস থেকে বাঁচতে যে যেদিকে পারছেন ছুটছেন। ওই বিল্ডিংয়ের ১৯ তলাতে আটকে রয়েছেন এক যুবক। আগুন ক্রমশ এগিয়ে আসতেই জীবন বাঁচাতে বিল্ডিংয়ের গা বেয়ে নামতে শুরু করলেন তিনি। এবং কোনও রকম সুরক্ষা ছাড়াই সবাইকে অবাক করে ১৯ তলা থেকে গড়গড় করে নেমে এলেন। স্পাইডারম্যানের ভঙ্গিতে তাঁর নীচে নামার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, আমেরিকার পশ্চিম ফিলাডেলফিয়াতে। রাত সাড়ে ন’টার সময় ওই ব্যক্তির নামার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে সেখানকার এক টিভি চ্যানেলের হেলিকপ্টার থেকে।

তবে এই আগুন লাগার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: মানুষের মতো মুখ মাকড়সার! দেখেছেন কখনও?

আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে ড্রোনে করে বাজি বর্ষণ! কারণ শুনলে চমকে যাবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement