সৈকতে উঠে এসেছে তিমি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।
ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সমুদ্রের কাছে গিয়ে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দূর থেকে মনে হচ্ছিল কিছু ডলফিন সমুদ্র থেকে সৈকতের দিকে উঠে এসেছে। কিন্তু কাছে যেতেই দেখেন ডলফিন নয় এক ঝাঁক তিমি জল থেকে সৈকতে চলে এসেছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়ার সেন্ট সিমন্স দ্বীপের পূর্ব সৈকতের ঘটনা।
সৈকতে ঘুরতে যাওয়া এক মহিলা জানিয়েছেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন কিছু ডলফিন সৈকতের কাছে এসে খেলছে। তাঁরাও উত্সাহ নিয়ে কাছে যান। কিন্তু দেখেন এতো ডলফিন নয় তিমির ঝাঁক। তাঁরা বুঝতে পারেন স্রোতে ভেসে এসেছে কিন্তু বালিতে আটকে গিয়ে আর ফিরতে পারছে না।
তিমিগুলিকে ফের জলে ফিরিয়ে দেওয়ার কথা ভাবেন পর্যটকরা। সেই মতো তাঁরা ঠেলতে ঠেলতে তিমিগুলিকে জলের দিতে নিয়ে যান। এক মহিলা গোটা ঘটনা ফেসবুকে লাইভ করেন। সেখানে দেখা যাচ্ছে, তিমিগুলি এতটাই ভারি যে সহজে তাদের নড়ানো যাচ্ছে না। তাও বহু কষ্টে তিমিগুলিকে জলের দিকে নিয়ে যান পর্যটকরা।
আরও পড়ুন : ‘মোটা মহিলারা স্বর্গে যেতে পারবেন না’, বলায় ধর্মযাজকে ঠেলে ফেলেই দিলেন এক মহিলা!
আরও পড়ুন : বাসের মধ্যে তুমুল নাচ যুবতীর, বিপদে পড়লেন চালক, কন্ডাক্টাররা
খবর পেয়েই ওই এলাকার একাধিক বন্যপ্রাণী ও সামুদ্রিকপ্রাণী সংরক্ষণ বিভাগের দল পৌঁছয় সেখানে। এক আধিকারিক জানিয়েছেন, প্রায় ২০টি তিমিকে জলে ফেরত পাঠানো হয়েছে। তবে তিনটি তিমিকে জলে পাঠানোর আগেই মারা গিয়েছে। তিমিদের এমন সৈকতের কাছে চলে আসা অস্বাভিক ঘটনা নয়। মাঝেমধ্যেই এমন হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক।