সাপ হাতে রাবি পিরজাদা। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া পাকিস্তানি পপ সিঙ্গার এবার আইনের প্যাঁচে। তাঁকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের এক আদালত। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করেন। সেখানে বেশ কিছু সাপ ও একটি কুমির নিয়ে ক্যামেরার সামনে আসেন। সেগুলি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খাওয়ানোর হুমকি দেন। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এবার আইনের প্যাঁচে পড়তে হল রাবি পিরজাদা নামে ওই পাক গায়িকাকে।
টুইটার ও ইউটিউবে ৫ সেপ্টেম্বর একটি ভিডিয়ো আপলো়ড করেন রাবি পিরজাদা। সেখানে দেখা যাচ্ছে হাতে বেশ কয়েকটি সাপ নিয়ে তিনি বলছেন, কাশ্মীরে মোদী যা করলেন তার জন্য এগুলি তাঁকে উপহার। আর এই সাপ, কুমিরকে তৈরি করা হয়েছে মোদীকে খাওয়ার জন্য।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পাকিস্তানের পঞ্জাব ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যান্ড পার্ক ডিপার্টমেন্ট পদক্ষেপ করে। বাড়িতে পোষা নিষিদ্ধ এই প্রাণীদের রাবি পিরজাদা তাঁর সালোঁতে রাখেন। তাই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়। লাহৌরের একটি স্থানীয় আদালতে তাঁর বিরুদ্ধে বন্য আইন ভাঙার জন্য জরিমানাও ধরিয়েছে।
আরও পড়ুন : খরস্রোতে ভেসে যাওয়া থেকে এক ব্যক্তিকে উদ্ধার করল ৫০ জনের মানবশৃঙ্খল
আরও পড়ুন : পুকুরে মিলল গাড়ি, ২২ বছরের রহস্য সমাধান করল গুগল আর্থ