South Africa vs Pakistan

সিরাজকে নকল বাবরের! উইকেটের বেল বদলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়কও

প্রতিপক্ষ ব্যাটারদের মনোসংযোগ নষ্ট করার জন্য নানা কিছু করেন ক্রিকেটারেরা। উইকেটের উপর বেল বদলে দেওয়াও তেমনই এক পদ্ধতি। যা প্রথম করেছিলেন ব্রড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

মহম্মদ সিরাজকে নকল করলেন বাবর আজ়ম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককেও দেখা গিয়েছে উইকেট উপরের বেল অদল-বদল করতে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মার্নাস লাবুশেন ব্যাট করার সময় বেল অদল-বদল করেন ভারতের জোরে বোলার।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৩তম ওভারে বল করছিলেন সিরাজ। ওভারের দ্বিতীয় বলটি করার পর এগিয়ে যান ব্যাটার লাবুশেনের দিকে। তাঁকে এগিয়ে আসতে দেখে লাবুশেন লেগ স্লিপের দিকে সরে যান। সিরাজ উইকেটের উপর রাখা বেল দু’টি অদল-বদল করে লাবুশেনকে বলেন, ‘‘দেখ কী করলাম’’। সিরাজ অস্ট্রেলীয় ব্যাটারের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন ও ভাবে। তাঁর দেখানো পদ্ধতি অনুসরণ করলেন বাবরও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২১১ রানে। মহম্মদ রিজ়ওয়ানের দলের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব টেম্বা বাভুমাদের প্রথম ইনিস শেষ করে দেওয়া। পাকিস্তানের বোলারেরা প্রথম থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। সতীর্থদের সাহায্য করার জন্য বাবর প্রতিপক্ষ ব্যাটারদের বিরক্ত করার চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের মাঝে দেখা যায়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক উইকেটের দিকে এগিয়ে যাচ্ছেন। তার পর উইকেটের উপর থাকা বেল দু’টি তুলে নেন হাতে। পরস্পরের জায়গা বদল করে আবার রেখে দেন উইকেটের উপর।

Advertisement

ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার স্টুয়ার্ট ব্রড প্রথম এ ভাবে প্রতিপক্ষ ব্যাটারদের মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। তার পর থেকে অনেক ক্রিকেটাই উইকেটের উপরের বেল অদল-বদল করে প্রতিপক্ষের খেলোয়াড়দের বিরক্ত করার চেষ্টা করেন। অনেক সময় ব্যাটারদের মেজাজ হারাতে দেখা যায় এমন ঘটনায়। মেলবোর্নে সিরাজ বা সেঞ্চুরিয়নে বাবরও তেমনই চেষ্টা করেছেন। তবে কেউই সফল হননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement