Today’s Sports Events

নীতীশ-সুন্দরের পর এ বার বুমরাহ-বিরাটদের জ্বলে ওঠার পালা, চলছে আরও একটি টেস্ট, আর কী কী

নীতীশ, সুন্দরের হাত ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ভাবে ম্যাচে ফিরেছে ভারত। এ বার বুমরাহ-কোহলিদের জ্বলে ওঠার পালা। আজ চতুর্থ দিনের খেলা। রয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টেস্ট, লিভারপুলের খেলা, আইএসএলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৮
Share:

—ফাইল চিত্র।

নীতীশ রেড্ডির শতরান ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ভাবে ম্যাচে ফিরেছে ভারত। এ বার জসপ্রীত বুমরাহ-বিরাট কোহলিদের জ্বলে ওঠার পালা। আজ চতুর্থ দিনের খেলা।

Advertisement

সেঞ্চুরিয়নে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। তৃতীয় দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ চতুর্থ দিনের খেলা। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের খেলা, আইএসএলের ম্যাচ।

ভারতকে ম্যাচে ফিরিয়েছেন নীতীশ, এ বার বুমরাহ-কোহলিদের পালা

Advertisement

নীতীশ রেড্ডি ম্যাচে ফিরিয়েছেন ভারতকে। তাঁর অপরাজিত শতরানে ফলো-অন এড়াতে পেরেছেন রোহিত শর্মারা। সঙ্গে ছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি অর্ধশতরান করেন। অষ্টম উইকেটে ১২৭ রান যোগ হয়। এ বার বল এবং ব্যাট হাতে দায়িত্ব জসপ্রীত বুমরাহ-বিরাট কোহলিদের। আজ চতুর্থ দিনের খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান টেস্টের চতুর্থ দিন, টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার জোরদার লড়াই

মেলবোর্ন টেস্টের সঙ্গেই চলছে সেঞ্চুরিয়ন টেস্ট। মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। তৃতীয় দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ চতুর্থ দিনের খেলা শুরু দুপুর ১.৩০টা থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮-১ এবং জিয়ো সিনেমা অ্যাপে।

ইপিএলে লিভারপুলের খেলা, লক্ষ্য ব্যবধান বাড়িয়ে নেওয়া

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নামছে শীর্ষে থাকা লিভারপুল। আজ খেলতে হবে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে। জিতলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে পয়ন্টের ব্যবধানে অনেকটাই এগিয়ে যাবে লিভারপুল। খেলা শুরু রাত ১০:৪৫ থেকে। রাত ৮টা থেকে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি-লেস্টার সিটি ম্যাচ। খেলা রাত ৮টা থেকে। রাত ৮:৩০ থেকে রয়েছে এভার্টন-নটিংহ্যাম ফরেস্ট, ক্রিস্টাল প্যালেস-সাদাম্পটন, টটেনহ্যাম-উলভস, ফুলহ্যাম-বোর্নমাউথ ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটসটার অ্যাপে।

আইএসএলে মুখোমুখি জামশেদপুর ও কেরালা

আইএসএলে আজ একটিই ম্যাচ। মুখোমুখি জামশেদপুর ও কেরালা। ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্টে রয়েছে জামশেদপুর। ১৩ ম্যাচে কেরালার পয়েন্ট ১৪। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement