ভাইরাল হওয়া গাড়ির ছবি। ছবি : টুইটার থেকে নেওয়া।
একেই বলে আসল দৃষ্টি ভ্রম। আপনি ওপরের ছবিটা দেখে কী ভাবছেন, কিসের ছবি এটা? দেখে মনে হচ্ছে, সন্ধ্যাবেলা সৈকতে এসে ভেঙে পড়ছে ঢেউ। আর দিগন্তে জলরাশির সঙ্গে মিশে গিয়েছে আকাশটা। আকাশে ফুটেছে কিছু তারা। কিন্তু আসলে তা নয়।
নায়েম নামে এক টুইটার হ্যান্ডেলে ২ জুলাই এই ছবিটি পোস্ট করা হয়েছে। তারপরই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। কারণ ছবিটি আসলে কিসের তা নিয়েই মজা শুরু হয়েছে সোশ্যাল মডিডিয়ায়।
ছবির সঙ্গে টুইটার ইউজার লিখেছেন, আপনি যদি সৈকত, সমুদ্র, নুড়ি-পাথর, আকাশে তারা দেখতে পান তবে আপনি একজন শিল্পী। কিন্তু এটা কোনও আঁকা ছবি নয়, এটা একটি গাড়ির দরজার অংশ, যেটা মেরামত করা প্রয়োজন।
আরও পড়ুন : সমুদ্রে স্নানে ব্যস্ত পরিবার, এগিয়ে এল হাঙর! তারপর...
আরও পড়ুন : দৃষ্টি ফিরে পেয়ে চিকিত্সককে ধন্যবাদ বিহ্বল কিশোরের
আপনি একাই নন, এই ছবি দেখে অনেকেই ভুল বুঝেছিলেন। আসলে ছবিটি এমনভাবেই ক্যামেরাবন্দি হয়েছে, দৃষ্টি ভ্রম হওয়া খুব স্বাভাবিক। একজন মজা করে লিখেছেন, আমি সমুদ্র, সৈকত, আকাশ, তারার সঙ্গে একটা সার্ফিং বোর্ডে একজনকে দেখতে পাচ্ছি।
মাঝে মাঝে ইন্টারনেটে এমন সব ছবি উঠে আসে যা মানুষকে বেশ কিছুক্ষণ ভাবতে বাধ্য করে। আপনিও খুঁজতে থাকুন। হাতের কাছে পেয়ে যেতে পারেন চমকে দেওয়ার মতো কোনও ছবি।